ইউজিসির হিট প্রকল্পের গবেষণা তহবিল থেকে বাদ পড়লো জবি

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৫, ১৩:৪২
অ- অ+

সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অন্যতম প্রকল্প হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) এর অধীনে গবেষণা তহবিল পেয়েছে দেশের ৩৯টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তবে তালিকায় জায়গা পায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

সূত্র জানায়, ২০২৩ সালের জুলাই থেকে শুরু হওয়া পাঁচ বছর মেয়াদি HEAT প্রকল্পের মোট বাজেট ধরা হয়েছে ৪ হাজার ১৬.৫৭ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দিচ্ছে ২ হাজার ৩৩.৪৬ কোটি এবং বাকি ১ হাজার ৯৮৩.১১ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক।

প্রকল্পটির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে শিক্ষক-নেতৃত্বাধীন গবেষণায় অর্থায়ন। ইতোমধ্যে প্রায় ৩০০ গবেষণা প্রস্তাব যাচাই-বাছাই চলছে এবং ৬০০ কোটির বেশি টাকা বিতরণের অপেক্ষায় রয়েছে।

তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো গবেষণা প্রস্তাবই চূড়ান্তভাবে অনুমোদন পায়নি। যদিও বিশ্ববিদ্যালয়টির দুটি প্রস্তাব প্রাথমিক ‘ব্লাইন্ড রিভিউ’ ধাপ পার হয়েছিল, যা পুরো মূল্যায়নের ৯০ শতাংশ অংশ। এসব প্রস্তাব চূড়ান্ত পর্যায়ের ১০ মিনিটের উপস্থাপনায় বাদ পড়ে যায়—কোনো ব্যাখ্যা ছাড়াই।

জবি অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. আজম খান বলেন, ‘আমরা গবেষণা, ল্যাব সুবিধা, বিভাগীয় উন্নয়নসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু কেন আমাদের বাদ দেওয়া হলো, তা জানানো হয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজওয়াল করিম বলেন, ‘আমাদের বাদ দেওয়ার কোনো কারণ জানানো হয়নি। বিষয়টি একমাত্র ইউজিসিই বলতে পারবে।’

তবে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, ‘প্রকল্পের নির্বাচন প্রক্রিয়া ছিল খুবই প্রতিযোগিতাপূর্ণ। ব্লাইন্ড রিভিউর পর উপস্থাপনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 'ক্যাটাগরি এ' তে আবেদন করেছিল, যেখানে প্রতিযোগিতা ছিল সবচেয়ে বেশি। আমি শুরুতে জবির নাম দেখেছিলাম, তবে কেন বাদ গেল জানি না।’

(ঢাকা টাইমস/২৯জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পলাতক যুগ্মসচিব ধনঞ্জয়কে বরখাস্ত করল সরকার, আছে দুর্নীতির মামলা
রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, ভাঙচুর-অগ্নিসংযোগে আহত ২০
এশিয়াটিকের দুর্নীতির তদন্তে দুদককে হাইকোর্টের নির্দেশ
আগামীর বাংলাদেশে মিডিয়াকে দালাল হিসেবে দেখতে চাই না:  সারজিস আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা