টাইগারদের সামনে আজ পাকিস্তানকে হোয়াইটওয়াশের সুযোগ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা ৬টায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম দুই ম্যাচ জয়ের মাধ্যমে ইতোমধ্যেই বাংলাদেশ রেকর্ড গড়ে সিরিজ জিতে নিয়েছে। আজ বাংলাদেশের সামনে নতুন রেকর্ড গড়ার সুযোগ। আজ পাকিস্তানকে হারতে পরলেই প্রথমবারের মতো তাদের মাটিতে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার রেকর্ড গড়বে বাংলাদেশ।
এছাড়া প্রথমবারের মতো এক টানা চারটি টি-টোয়েন্টি জেতার রেকর্ডও করেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি জিতে ঘরের মাঠে এসে পাকিস্তানের সঙ্গেও সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেছে লিটন দাসের দল।
আজকের ম্যাচ জিততে পারলে নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন আরও একটি অধ্যায় যুক্ত করবে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে টাইগাররা যেভাবে দাপট দেখিয়েছে, তাতে হোয়াইটওয়াশের আশা করাই যায়। প্রথম ম্যাচে ৭ উইকেটে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
তবে শেষ পর্যন্ত পাকিস্তান ধবলধোলাই হবে নাকি ঘুরে দাঁড়িয়ে নিজেদের মান রক্ষা করতে পারবে সেটি দেখতেই এখন অপেক্ষা ।
(ঢাকাটাইমস/২৪জুলাই/আরকে)

মন্তব্য করুন