ইতিহাসের দোরগোড়ায় টাইগাররা, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি

স্পোর্টস ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৫, ১৭:৪১
অ- অ+

সামনে আরেকটি ইতিহাস গড়ার সুযোগ। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কখনও জেতেনি বাংলাদেশ। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচেই সেই ইতিহাস গড়ার মিশনে নেমেছে টাইগাররা।

তবে সিরিজ নির্ধারক এই ম্যাচে টস ভাগ্যে হেরেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। ফলে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে একই ভেন্যুতে দুর্দান্ত পারফর্ম করে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। তাসকিন-মোস্তাফিজদের তোপের মুখে ১৯.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। কুড়ি ওভারের সংস্করণে বাংলাদেশের বিপক্ষে অতিথিদের এটি সর্বনিম্ন স্কোর। ১৫.৩ ওভারে ১১১ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ ২৮ বল হাতে রেখে ৭ উইকেটে জয় লাভ করে।

দ্বিতীয় ম্যাচেও সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া বাংলাদেশের ক্রিকেটাররা। জয় পেলেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেবে লাল-সবুজের প্রতিনিধিরা।

মিরপুরের গ্যালারিতে দর্শকদের উপচে পড়া ভিড় এবং দেশের কোটি ভক্তের দৃষ্টি এখন লিটনদের দিকেই। এই ম্যাচ জয়ই হতে পারে দেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি গর্বের অধ্যায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিইসি ও ইসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে সব দলের ঐকমত্য
ঐকমত্যের বৈঠক থেকে তিন দলের ‘ওয়াকআউট
শাহসুফি সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (কঃ) ইন্তেকাল, বিএফইউজে মহাসচিবের শোক প্রকাশ
এইচএসসির স্থগিত পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা