এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে বসানোর জন্য আন্দোলন করিনি: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব মো.আখতার হোসেন বলেছেন, এক বছর আগে জুলাইয়ে আমরা যখন হাসিনাকে উৎখাত করি তখন এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে বসানোর জন্য আন্দোলন করিনি।
শনিবার বিকাল সাড়ে ৫টায় ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণি সড়কে নদী বাংলা সেন্টার সংলগ্ন এলাকায় দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, অতীতের সরকার দেশে লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি, টাকা পাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশকে ধ্বংস করে গেছে। হাসিনা তার পরিবারদেরকে লুটপাটের সুযোগ দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক করে দিয়েছে।
তিনি বলেন, ভৈরবকে জেলা করা সময়ের দাবি ছিল কিন্ত হাসিনা করেননি। সেই দাবি পূরণ হবে। বাংলাদেশের সকল প্রতিষ্ঠান জনগণের হবে। এ কারণে আমরা ২৪-এর অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম। গণঅভ্যুত্থানে যারা জীবন হারিয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, হাত-পা হারিয়েছে, অন্ধ হয়েছে তাদের প্রতিদান দেশবাসী কখনও ভুলবে না। তিনি আরও বলেন, বাংলাদেশের নতুন স্বপ্নের বিরুদ্ধে যদি কেউ বিরোধিতা করে তবে ভৈরববাসীকে নিয়ে আমরা দুর্বার প্রতিরোধ গড়ে তুলব। বাংলাদেশকে যারা দীর্ঘ সময় শাসনের নামে শোষণ করেছেন, সেতু, কালভার্ট, রাস্তাঘাট করার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, দুর্নীতি করেছেন, লাখ লাখ টাকা বিদেশে পাচার করেছেন, তাদের বিচার করতে হবে। আমরা আর পাচারের রাজনীতি দেখতে চাই না। বাংলাদেশের সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করতে আমরা চাই।
এছাড়া আয়োজিত পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমি জানতে পারি ভৈরববাসী জেলার প্রশাসনিক মর্যাদার অপেক্ষা করছেন। আমরা প্রত্যাশা করছি সেটার অবসান ঘটবে। আমরা চাই এনসিপির পতাকা ভৈরবের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাবে। আপনারা অন্য দলের মত চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিশৃঙ্খলায় জড়াবেন না। নারীরা দেশ ও সমাজের জন্য কাজ করে যাবেন। এনসিপির নেতাদেরকে কেউ ভয়ভীতি দেখালে আমাদেরকে জানাবেন। অতীতের সরকারে ভৈরবে একজন গুরুত্বপূর্ণ নেতা সংসদ সদস্য হয়েও ভৈরবের তেমন উন্নয়ন করতে পারেনি যা আমি জানতে পারি। আমরা ক্ষমতায় যেতে পারলে উন্নয়নের রাজনীতি করব, দখলবাজি, চাঁদাবাজি বন্ধ করব।
(ঢাকা টাইমস/২৬জুলাই/এসএ)

মন্তব্য করুন