কলকাতার সিনেমায় শারমান যোশি-সুস্মিতার সঙ্গে তানজিন তিশা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৫, ১২:০৯| আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১২:৫৭
অ- অ+

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা দীর্ঘদিন ধরেই অভিনয়ের জগতে আছেন। এতদিন শুধু ছোট পর্দায় অভিনয় করলেও এবার তাকে দেখা যাবে বড় পর্দায়। তবে সেটা ঢালিউডে নয়, সরাসরি টালিউডে অভিষেক হচ্ছে তানজিন তিশার।

আরও বড় খবর হলো, প্রথম ছবিতেই হিন্দি সিনেমার ‘থ্রি ইডিয়টস’ খ্যাত জনপ্রিয় অভিনেতা শারমান যোশির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে। এছাড়াও রয়েছেন টলিউড নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়।

রোমান্টিক গল্পের ‘ভালবাসার মরশুম’ শিরোনামের এ ছবিটি নির্মাণ করবেন কলকাতার নির্মাতা এম এন রাজ। যিনি এর আগে চিত্রনায়ক জিৎ এর জনপ্রিয় ‘রাবন’ সিনেমাটি নির্মাণ করেছিলেন।

সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এটা একদম রোমান্টিক প্রেমের ছবি। এখানে সম্পর্কের গল্প, বন্ধুত্বের গল্প, পরিবারের গল্প আছে। এই ছবিটার মূল কাস্টিংই হচ্ছে তানজিন তিশা, পুরো ছবির গল্প ঘিরে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্তই সে রয়েছে। বাশার রয়েছে, তার চরিত্রটাও অনেক গুরুত্বপূর্ণ। মনে হয়েছে চরিত্রটি একদম তার জন্যই।

এছাড়া শারমান যোশি রয়েছেন, এখানকার সুস্মিতাও রয়েছেন। এটা শারমানের প্রথম বাংলা সিনেমা হতে যাচ্ছে। যেহেতু তিশাকে ঘিরেই গল্প, এখানে শারমান এবং বাশার দুজনের সঙ্গেই তার রসায়ন থাকবে।’

সিনেমাটিতে তিশা ছাড়া আরেক বাংলাদেশি অভিনেতা খাইরুল বাশার অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি হয়ত সিনেমাটিতে থাকছেন না। ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে খায়রুল বাশার এ কথা জানিয়েছেন। তিনি লিখেন, ‘ভালবাসার মরশুম’ সিনেমায় সম্পৃক্ত হবার কথাবার্তা আগাচ্ছিলো। খুব শিগগিরই চুক্তিবদ্ধ হতে যাচ্ছিলাম, যদি শিডিউল জটিলতার সমাধান করতে পারতাম। সংগত কারণে আমি এই সিনেমায় থাকতে পারছি না। ধন্যবাদ।

বলিউড অভিনেতা শারমান যোশি এ সিনেমায় কাজ করার বিষয়টি ভারতের সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

চলতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। ‘ভালবাসার মরশুম’ ২০২৬ সালের ভালোবাসা দিবসে মুক্তির পরিকল্পনা রয়েছে।

(ঢাকাটাইমস/২৬জুলাই/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশকে বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রে মাহিয়া মাহি
নিশো শাকিবের কাছে ক্ষমা চাইলেই ‘তাণ্ডব’-এ থাকতে পারবেন!
নিরবের ফার্স্ট লুকেই বাজিমাত, ‘শিরোনাম’ দিয়ে ঈদ মাতানোর প্রস্তুতি
ভয়ংকর এক ‘ইনসাফ’ নিয়ে হাজির মোশাররফ করিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা