নিরবের ফার্স্ট লুকেই বাজিমাত, ‘শিরোনাম’ দিয়ে ঈদ মাতানোর প্রস্তুতি

ঈদ মানেই ঢাকাই সিনেমায় বাড়তি উন্মাদনা। গেল ঈদুল ফিতরের মতো আসন্ন ঈদুল আজহাও বেশ জমজমাট হতে যাচ্ছে ঢালিউডে। এই উৎসবকে ঘিরে যেসব সিনেমা মুক্তির তালিকায় রয়েছে, সেই তালিকায় সম্প্রতি যুক্ত হলো নতুন আরেকটি সিনেমা। নাম— ‘শিরোনাম’। আর এই সিনেমায় দর্শক দেখতে পাবেন একেবারে ভিন্ন এক নায়ক নিরবকে।
বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেন নিরব। সেই পোস্টারে দেখা গেছে, এবার কোনো চেনা নিরব নয়, বরং পর্দায় হাজির হচ্ছেন এক নতুন রূপে।
চিত্রনায়ক নিরব বললেন, ‘একদমই নতুন গল্প, নতুন চরিত্র নিয়ে ঈদে সবার সঙ্গে দেখা হচ্ছে। যেরকম গল্প দর্শক পর্দায় দেখতে চায়, এই সিনেমাটি ঠিক তেমন কিছু নিয়েই। আপাতত এর বেশি কিছু বলছি না।’
গল্প ও চরিত্র নিয়ে মুখে কুলুপ আঁটলেও বোঝা যাচ্ছে, দর্শকদের জন্য থাকছে চমক। কারণ ‘শিরোনাম’ নিয়ে পরিচালক অনিক বিশ্বাসও বেশ আশাবাদী। জানালেন, ‘ঈদেই মুক্তি পাচ্ছে ‘শিরোনাম’, সে অনুযায়ী দ্রুতগতিতে কাজ চলছে।’
এ সিনেমার আরেকটি আকর্ষণ হলো দীর্ঘদিন পর জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমির প্লেব্যাকে ফেরা। এছাড়া চিত্রগ্রহণে যুক্ত হয়েছেন বাংলাদেশের সাইফুল শাহীন এবং ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী— যা সিনেমাটির ভিজ্যুয়াল দিকেও বাড়তি আকর্ষণ যোগ করছে।
নায়ক নিরব ছাড়া সিনেমাটিতে আরও একঝাঁক জনপ্রিয় শিল্পী কাজ করেছেন বলে জানা গেছে, যদিও কারা থাকছেন তা এখনও প্রকাশ করেননি নির্মাতা।
(ঢাকাটাইমস/২১মে/এলএম/আরকে/এসএ)

মন্তব্য করুন