লুকিয়ে রাখা বাচ্চা আমার কাছে পৌঁছে দিলে ২০ হাজার ডলার দেব: তানজিন তিশা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৫, ১১:৫৪| আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১১:৫৮
অ- অ+

বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে পোক্ত করছেন। তানজিন তিশা সম্প্রতি একটি টক শোতে এসে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বলেন, ‘আমি মা হতে চাই’। সেই মন্তব্যের পর থেকেই আলোচনার কেন্দ্রে তিনি।

নিউইয়র্ক থেকে রাতে সম্প্রচারিত হয় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শিরোনামের একটি টক শো। সেখানে উপস্থাপক চিত্রনায়ক জায়েদ খান তানজিন তিশাকে প্রশ্ন করেন, ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’ উত্তরে তিশা বলেন, ‘আই উইল বি আ মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। মা হবো।’

তিশা আরও বলেন, ‘দেখুন, এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই।’

এই বক্তব্য প্রকাশ্যে আসার পরপরই প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর ফেসবুকে তিনটি ছবি শেয়ার করে দাবি করেন— এটি তানজিন তিশার গোপন সন্তানের ছবি।

নিজের পোস্টে নির্ঝর লেখেন, ‘সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে? অভিনেত্রী তানজিন তিশা দাবি করেছেন, তার আগের বিয়ের খবর এবং পুত্রসন্তানের খবরগুলো মিথ্যা।’

তিনি আরও লেখেন, ‘যে ছবিগুলো দেখছেন, সেগুলো তিশার মিডিয়ায় আসার আগে। তার সাবেক স্বামী এখন দুবাইতে বসবাস করেন। সেই ঘরে তিশার একটি পুত্রসন্তান হয়েছিল। সেই পুত্রের সঙ্গেই ছবিগুলো।’

নির্ঝর দাবি করেন, ‘তিশার সেই পুত্রসন্তানটি এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকে। তিশা টক শোতে মিথ্যা কথা বলেছেন। বছরখানেক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্রসন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম। তিশা, আপনি প্রমাণ করুন এই বাচ্চা আপনার ছিল না।’

সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট ভাইরাল হতে সময় নেয়নি। মুহূর্তেই শুরু হয় আলোচনা-সমালোচনা।

ঘটনার প্রতিক্রিয়ায় তানজিন তিশা শনিবার (৫ জুলাই) রাত ৮টায় নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে তোলা ছবি আমার লুকিয়ে রাখা সন্তান হিসেবে ভুঁইফোঁড় অনলাইন পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জনের জন্য! সেসব অসভ্যকে বলছি, এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চাকাচ্চা আছে, তাদের আমার কাছে পৌঁছে দিলে ২০,০০০ ডলার ভিক্ষা দেব। যদি বাচ্চাকাচ্চাগুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো? নিজ গালে, নিজ উদ্যোগে, জুতা মার তালে তালে।’

তিশার এই পোস্ট ঘিরে অসংখ্য মন্তব্য দেখা গেছে। কেউ লিখেছেন, ‘সঠিক বলেছেন। আপনি কথাগুলো অনেক কষ্ট পেয়ে বলেছেন। অনলাইন জগৎটা অনেক খারাপ।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘রাইট কথা, আপু। এদের কথায় কান দিয়েন না। আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান। ভালোবাসা নিয়েন আপু।’ কেউ কেউ লিখেছেন, অভিনেত্রীর এখনও বিয়েই হয়নি। তাহলে বাচ্চা হবে কি করে? কেউ কেউ আবার সন্দেহ প্রকাশও করেছেন।

(ঢাকাটাইমস/৭ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নদী ভাঙনে ধসে পড়ল ফেনীর সোনাগাজীর ৩ সড়ক
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন 
ইতিহাস গড়ে মিয়ামিকে জেতালেন মেসি
চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা