আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

মব সৃষ্টির অপচেষ্টাসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপির দুই সংগঠন যুবদল ও ছাত্রদল।
রবিবার বিকেলে সংগঠন দুইটি পৃথক বিজ্ঞপ্তিতে দিয়ে এ কর্মসূচির কথা জানায়।
ছাত্রদল সোমবার বেলা ২টায় ঢাকায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে। বিএনপির এই ভ্রাতৃপ্রতিম সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এদিন রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিলটি হবে। গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজন করা হয়েছে এ কর্মসূচির।
অন্যদিকে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে জেলা-মহানগরে বিক্ষোভ মিছিল করবে জাতীয়তাবাদী যুব দল। রোববার সংগঠনটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারাদেশে মহানগর ও জেলায় এই কর্মসূচি হবে।
কেন্দ্রীয়ভাবে ১৭ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টায় নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল, দৈনিক বাংলা মোড়, জাতীয় প্রেসক্লাব, মৎস্যভবন হয়ে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল হবে।
যুব দলের সভাপতি এম মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ঢাকাসহ সারা দেশের সংশ্লিষ্ট ইউনিট নেতৃবৃন্দকে ঘোষিত কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
উল্লেখ্য, রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির তিন অঙ্গ সংগঠনের পাঁচজনকে এরই মধ্যে আজীবন বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার হওয়াদের মধ্যে যুবদলের দুইজন, স্বেচ্ছাসেবক দলের একজন এবং ছাত্রদলের দুইজন নেতাকর্মী রয়েছেন।
তারা হলেন- যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি; স্বেচ্ছাসেবক দলের কালু ওরফে ‘স্বেচ্ছাসেবক কালু’ এবং ছাত্রদলের চকবাজার শাখার সদস্য সচিব অপু দাস ও মাহমুদুল হাসান মাহিন।
(ঢাকাটাইমস/১৩জুলাই/জেবি)

মন্তব্য করুন