ট্রেন থেকে নেমেই জামায়াত নেতাকর্মীদের স্লোগান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা সমাবেশে যোগ দিতে সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা। বাস, লঞ্চের পাশাপাশি ট্রেনে হাজার হাজার লোক আসছেন ঢাকায়। ট্রেন থেকে স্টেশনে নেমেই নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। নেতাকর্মীদের স্লোগানগুলো হলো, ‘বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব’, ‘নারায়ে তাকবির‘, ‘দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শনিবার (১৯ জুলাই) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
স্টেশন এলাকা ঘুরে দেখা যায়, প্ল্যাটফর্ম চত্বর থেকে বের হওয়ার প্রধান গেটে দলটির পক্ষ থেকে একটি অভ্যর্থনা কেন্দ্র খোলা হয়েছে। দূর-দূরান্ত থেকে যারা আসছেন তাদের তথ্য দিয়ে প্রয়োজনীয় সহায়তা করা হচ্ছে এই কেন্দ্র থেকেই।
এছাড়া প্রতিটি ট্রেন থেকে দলটির নেতাকর্মীরা নামছেন। দলে দলে স্টেশন চত্বরে নেমেই দলটির বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে তাদের। এ সময় নেতাকর্মীরা, ‘বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব’, ‘নারায়ে তাকবির‘, ‘দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
ময়মনসিংহ থেকে আসা রহিমুল্লাহ বলেন, আমাদের দীর্ঘদিন ধরে শোষণ-বঞ্চনার মধ্যে রাখা হয়েছে। আমরা দেখিয়ে দিতে চাই জামায়াতে ইসলামী শক্তিশালী। আমরা আশা করছি সারাদেশ থেকে ১০ লাখ নেতাকর্মী আজকের সমাবেশে যোগ দেবেন। সারাদেশের মানুষ আজ দাঁড়িপাল্লার জনসমর্থন দেখবে।
নারায়ণগঞ্জ থেকে আসা আব্দুস সবুর বলেন, আমরা সমাবেশে যোগ দিতে এসেছি। দীর্ঘদিন আমরা এমন কোনো সমাবেশ করতে পারিনি। এবার সেই সুযোগ তৈরি হয়েছে।
এদিকে সমাবেশে লোক আনতে মোট চার জোড়া ট্রেন ভাড়া করেছে দলটি। ট্রেনগুলো চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম, ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচল করবে।
(ঢাকাটাইমস/১৯জুলাই/এলকে)

মন্তব্য করুন