কাশিয়ানীতে রেলওয়ের জায়গা দখল করে অবৈধ স্থাপনার অভিযোগ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া রেল স্টেশনসহ আশপাশের জায়গা দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। দখল হয়ে যাওয়া সে সমস্ত জমিতে দায়িত্বরত স্টেশন মাস্টারের সামনেই উঠছে পাকা স্থাপনা। রেল লাইনের আশপাশে দোকান গড়ে উঠায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ট্রেন চলাচল।
ভাটিয়াপাড়া রেল স্টেশন একটি ঐতিহ্যবাহী স্থান এবং এই জনপদের রেলপথের ঐতিহ্য সেই ব্রিটিশ আমল থেকে। ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ী পর্যন্ত প্রায় ১১৫ কিলোমিটার রেল লাইনের উদ্বোধন করা হয় ১৯৩৬ সালে। এখান থেকে সে সময় একটি ট্রেন রাজবাড়ীতে যেত।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাটিয়াপাড়া রেলস্টেশনের পাশেই রেলের জায়গায় পাকা স্থাপনা করে দোকান নির্মাণের পাঁয়তারা করছে অসাধু কিছু লোক।
এ সমস্ত জমিতে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের কাজ নিষেধ থাকলেও এলাকার চিহ্নিত ভূমিদস্যুরা রেলওয়ে বিভাগের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে রাতারাতি ওইসব জায়গায় অবৈধ দোকানপাট গড়ে তুলেছেন। অপরিকল্পিত এবং অনুমোদিত এসব স্থাপনা নির্মাণের ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও ট্রেন যাত্রীদের। ঝুঁকি নিয়ে ট্রেনে উঠা-নামা এবং পথ চলাচল করছেন সাধারণ মানুষ।
যারা এসব দোকানসহ অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, রেলওয়ের এস্টেট বিভাগ থেকে তাদের স্থাপনা তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। তবে কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি তারা। অনেকেই আবার নির্দ্বিধায় স্বীকার করেছেন তাদের কোন অনুমতি পত্র নেই।
প্রভাবশালী মহল একের পর এক সরকারি জমি দখল করে হোটেল, পাকা ঘর-বাড়ি, দোকানপাট ও বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলছেন। এভাবে দখল হলেও প্রশাসন ব্যবস্থা না নেয়ায় হতাশা ব্যক্ত করেন এলাকাবাসী। এছাড়া সম্প্রতি একজন রেলের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করলেও রেলওয়ে প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় হতাশ এই এলাকার সাধারণ জনগণ।
ভাটিয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার (অতিরিক্ত দায়িত্ব) অনিক বিশ্বাস জানান, চলমান অবৈধ স্থাপনা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন পাল বলেন, 'এটা রেলওয়ে বিভাগের কাজ। তবে উপজেলা প্রশাসনের কোনো সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত রয়েছি।'
বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা পাকশী (অঞ্চল) আরিফুল ইসলাম বলেন, 'বিষয়টি আমার জানা ছিল না। এ ব্যাপারে তদন্ত করে খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।'
(ঢাকা টাইমস/৩০জুলাই/এসএ)

মন্তব্য করুন