সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জের তাড়াশে দুই লাখ টাকা যৌতুক না পেয়ে সাবিনা ইয়াসমিন (৩০) নামে এক গৃহবধূকে হত্যার দায়ে মো. মতিউর রহমান খদগীর ওরফে আব্দুল মতিনকে (৪৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই আসামিকে দ্য পেনাল কোডের ২০১ ধারায় সাত বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকাল ৩টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক বেগম সালমা খাতুন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মতিন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাসিন্দা।
ওই আদালতের পেশকার মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।(ঢাকা টাইমস/৩০জুলাই/এসএ)

মন্তব্য করুন