মোহাম্মদপুরে একই পরিবারের সাতজনকে কুপিয়ে হত্যাচেষ্টা, পাটালি গ্রুপের চার সদস্য ডিবির জালে

রাজধানীর মোহাম্মদপুরে একই পরিবারের সাত সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় কুখ্যাত 'পাটালি গ্রুপ'-এর চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগের সদস্যরা। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চারটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—হাসান ওরফে পাটালি হাসান, ফরহাদ, রফিক এবং আলমগীর ওরফে ফরমা আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
এর আগে গত ১৪ মে মোহাম্মদপুরের জাফরাবাদ (ইত্যাদির মোড়) এর ৩৬১/বি বাসায় রাত পৌনে দুইটায় আসামিরা একই পরিবারের সাতজনকে কুপিয়ে আহত করে।
আহতরা হলেন— স্বপন, সাব্বির, রাব্বি, কাসেম, আফজাল, ফাতেমা বেগম ও মামুন।
স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন রাত পৌনে দুইটায় ইত্যাদি মোড় জাফরাবাদ এলাকার একটি বাসার সামনে দুই কিশোর ঘোরাঘুরি করছিল। এ সময় রাব্বি নামে একজন বাসার আশপাশে তাদের ঘোরাঘুরির বিষয়ে জানতে চায়। এ নিয়ে কিশোরদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের সঙ্গে হাতাহাতি হয়। পরে ৪ থেকে ৫ মিনিটের মধ্যে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এসে প্রথমে রাব্বিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। রাব্বিকে বাঁচাতে তার পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদের বাসায় ঢুকে একে একে ৭ জনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় গ্রেপ্তারকৃত আসামিরা।
(ঢাকাটাইমস/৩১জুলাই/এলএম)

মন্তব্য করুন