টানা বৃষ্টিতে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। সকাল থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণ শ্রমিকসহ দিন আনা-দিন খাওয়া মানুষদের।
শুক্রবার (১ আগস্ট) সরেজমিনে রাজধানীর মিরপুর, ফার্মগেট, কাওরান বাজার মোড়, বাংলামোটর মোড় ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে চলাচলে বিঘ্ন ঘটছে রিকশাচালকদের। ঝিরিঝিরি বৃষ্টিত ভিজে ভিজে যাত্রী টানছেন তারা।
বাংলামোটর মোড়ে এক রিকশাচালক বলেন, সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে। একটু কমে তো আবার বেড়ে যায়। ছুটির দিনে এমনিতেই যাত্রী কম, এরপর বৃষ্টির কারণে মানুষও কম বের হচ্ছে।
(ঢাকাটাইমস/১আগস্ট/এলকে

মন্তব্য করুন