হারানো ১৬০টি মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৫, ২০:২১
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানার পুলিশ যৌথভাবে হারিয়ে যাওয়া মোট ১৬০টি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দিয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার রব্বানী হোসেনের কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব মোবাইল হস্তান্তর করা হয়। উপস্থিত ছিলেন মোবাইল ফোনের প্রকৃত মালিকগণ, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, সাধারণ মানুষের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এই মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ফোনগুলো তেজগাঁও শিল্পাঞ্চল থানা এবং হাতিরঝিল থানা পুলিশের মোবাইল উদ্ধার টিমের তৎপরতায় শনাক্ত করা হয়।

উদ্ধার হওয়া মোবাইলগুলো হাতে পেয়ে অনেক মালিক আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ দীর্ঘদিন পর নিজের প্রিয় স্মার্টফোনটি ফিরে পেয়ে ডিএমপি ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এক মোবাইল মালিক বলেন, "আমার ফোনে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও অফিসিয়াল ডকুমেন্ট ছিল, যা ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। আজ সেটি ফিরে পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।" ডিএমপি'র পক্ষ থেকে জানানো হয়, জনগণের আস্থা অর্জনে এবং পুলিশি সেবা আরও মানুষের কাছে পৌঁছাতে তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাইলস্টোন ট্র্যাজেডি: রাইসা মনির কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা
চাঁদাবাজির টাকায় ইয়ামাহা মোটরসাইকেল কিনেছিলেন অপু, জব্দ করল পুলিশ 
রবিবার ঢাকায় তিন বড় সমাবেশ, বিকল্প রুট ব্যবহারের অনুরোধ ডিএমপির
টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা