সুন্দরবন স্কয়ারে আগুন: ফায়ার প্ল্যান ছিল না, ঝুঁকিপূর্ণ ভবনে আবারও বিপর্যয়

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে শনিবার (২ আগস্ট) সকালে লাগা আগুন ছিল ‘বেশ বিপজ্জনক’, জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা। আগুনে হতাহতের কোনো খবর না থাকলেও মারাত্মক ধোঁয়া ও অব্যবস্থাপনার কারণে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটে।
আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। তিনি জানান, মার্কেটের নিচতলা ও চারতলায় বহু লোক আটকে ছিলেন। তাদের সরে যেতে বারবার বলা হলেও কেউ বের হচ্ছিল না। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তাদের সরানো হয়। এতে আগুন নেভানোর কাজ ব্যাহত হয়েছে।
তিনি আরও বলেন, ‘ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না। অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিল না। আমরা দুই-তিন বছর আগেই এই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিলাম। বৈদ্যুতিক তার এলোমেলো ছিল। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রচণ্ড ধোঁয়ার কারণে কাজ করা কঠিন হয়ে পড়ে।’
আগুনে ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা দুটি দোকানের শাটার খুলে আগুন পেয়েছি। কত দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।’
ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে ১১টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সকালের দিকে আগুনের সূত্রপাত হলেও দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ফ্লোরে।
প্রসঙ্গত, সুন্দরবন স্কয়ার মার্কেটটি গুলিস্তান এলাকার অন্যতম ব্যস্ত মার্কেটগুলোর একটি। কয়েক বছর ধরেই ফায়ার সার্ভিস ভবনটিকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে চিহ্নিত করলেও যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ।
(ঢাকাটাইমস/২আগস্ট/এসএস)

মন্তব্য করুন