শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৫, ১৬:১৪
অ- অ+

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও মো. রিয়াজুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।

সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক রাশেদ সরওয়ার ও এম. এম. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন।

ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ ২০২৫ সালের প্রথম ৬ মাসের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন।

এছাড়া সম্মেলনে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ, সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় আলোচকবৃন্দ চলতি বছরের প্রথমার্ধ ৬ মাসের ব্যবসায়িক লক্ষ্যমাত্রার মূল্যায়ন ও ব্যাংকের সার্বিক অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং বছরের অবশিষ্ট সময়ের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

(ঢাকা টাইমস/০২আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বর্তমান সরকারকেই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাহিদ
গুলশানে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার অপু ৪ দিনের রিমান্ডে
হোটেল থেকে জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন কামরুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা