রবিবার ঢাকায় তিন বড় সমাবেশ, বিকল্প রুট ব্যবহারের অনুরোধ ডিএমপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৫, ১৬:৫৯| আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৭:০৫
অ- অ+

রাজধানীতে একই দিনে তিনটি বড় সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজনকে কেন্দ্র করে রবিবার শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকাজুড়ে যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই এলাকাগুলোতে রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার ও অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ডিএমপি থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে "ছাত্র সমাবেশ" অনুষ্ঠিত হবে। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে "জুলাই ঘোষণাপত্র ও সনদের" দাবিতে জনসমাবেশ আয়োজন করবে। একইদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সাইমুম শিল্পীগোষ্ঠী সোহরাওয়ার্দী উদ্যানে "জুলাই জাগরণ" শীর্ষক সাংস্কৃতিক আয়োজন করবে। এছাড়া এদিন রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এইচএসসি/সমমান ও বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যানচলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন পয়েন্ট ডিএমপি জানিয়েছে, এই কর্মসূচিগুলোর কারণে শাহবাগ ক্রসিং ও আশপাশের এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। তাই নির্দিষ্ট কিছু এলাকায় বিকল্প পথে চলার অনুরোধ জানানো হয়েছে।

বিকল্প চলাচলের জন্য নির্দেশিত পয়েন্টসমূহ

১. হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়: শাহবাগের দিকে না গিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে যাতায়াত।

২. কাটাবন মোড়: শাহবাগ এড়িয়ে ডানে নীলক্ষেত/পলাশী অথবা বামে হাতিরপুল হয়ে বাংলামোটর লিংক রোড।

৩. মৎস্য ভবন মোড়: হেয়ার রোড ও শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী হয়ে চলাচল।

৪. টিএসসি/রাজু ভাস্কর্য মোড়: শাহবাগের বদলে দোয়েল চত্ত্বর/নীলক্ষেত হয়ে বিকল্প চলাচল।

৫. শহীদ মিনার সংলগ্ন রাস্তাসমূহ ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ যথাসম্ভব পরিহার করার অনুরোধ।

পরীক্ষার্থীদের জন্য ডিএমপির বিশেষ অনুরোধ

এইচএসসি, সমমান ও বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় হাতে নিয়ে রওনা হওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত জালী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২ আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি
পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি
সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪
শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা