সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪

সাতক্ষীরার শ্যামনগরে বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ ও পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
শনিবার (২ আগস্ট) বিকালে উপজেলার রামজীবনপুর ইউনিয়নের কেয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—রামজীবনপুর গ্রামের আব্দুল মালেক গাজী (৫০), আরিফুল ইসলাম (১৫), আমিনুল ইসলাম (২৮) এবং কেয়াতলা গ্রামের আবু সাঈদ (১৫) ও আব্দুল্লাহ আল মামুন (৩৫)। তারা বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আটকরা হলেন—কেয়াতলা গ্রামের আশরাফুল ইসলাম (২৫) ও আমানুল্লাহ ইমন (২৩), দেবহাটার সখিপুর এলাকার মারুফ হোসেন (২২) এবং আব্দুল্লাহ আল মামুন (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কেয়াতলার একটি জমি দখল নিয়ে রামজীবনপুর গ্রামের শাহাজান ও একই এলাকার সোহেল রেজা ফয়েজ পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। স্থানীয়দের দাবি, শাহাজান পরিবার দীর্ঘদিন ধরে ওই জমি প্রভাব খাটিয়ে দখলে রেখেছিল। সম্প্রতি উচ্চ আদালতের রায় নিজেদের অনুকূলে দাবি করে ফয়েজ পরিবার জমিটি দখলে নেয়।
অভিযোগ রয়েছে, শনিবার বিকালে একটি বাস ও একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বহিরাগত সশস্ত্র লোক নিয়ে শাহাজান ওই জমি পুনর্দখলের চেষ্টা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে শাহাজানের সঙ্গে থাকা কয়েকজন গুলি চালালে প্রতিপক্ষের পাঁচজন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ আরিফুল ইসলামের দাবি, জমির সব কাগজপত্র তাদের অনুকূলে থাকলেও বিগত সরকারের আমলে শাহাজান রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল করে রাখে। পরিস্থিতি পরিবর্তনের পর জমি দখলে নেওয়ার পর শনিবার শাহাজান অস্ত্রধারী বাহিনী নিয়ে ফের দখলের চেষ্টা চালায়।
অপরদিকে, আটক আশরাফুল ইসলাম বলেন, ওই জমি তাদের পৈতৃক সম্পত্তি। ফয়েজ পরিবার জোরপূর্বক দখল করে রেখেছিল। জমি উদ্ধারে গেলে তাদের ওপর হামলা হয়। তবে কারা গুলি চালিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/০২আগস্ট/এসএ)

মন্তব্য করুন