৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নেতৃত্বে বাসার-মেহেদী

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সহকারী পুলিশ সুপার (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ) আবুল বাসার মোল্লা এবং সাধারণ সম্পাদক হয়েছেন সহকারী পুলিশ সুপার (সার্কেল, নারায়ণগঞ্জ) মেহেদী ইসলাম।
শনিবার রাজধানীর ইস্কাটন রোডে বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসে ব্যাচের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে আরও যাঁরা দায়িত্ব পেয়েছেন—সহকারী পুলিশ সুপার (ডিএমপি) শাহ মোস্তফা তারিকুজ্জামান সিনিয়র সহ-সভাপতি, সহকারী পুলিশ সুপার (ডিএমপি) তৌফিক আহমেদ এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং সহকারী পুলিশ সুপার (ডিএমপি) হুসাইন মোহাম্মদ ফারাবী সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমিটির নির্বাচন প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এহসান ইমন। এছাড়া যেসব সদস্য সরাসরি উপস্থিত থাকতে পারেননি, তারা জুম মিটিংয়ের মাধ্যমে সভায় যুক্ত হন।
কমিটি গঠনের পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা মুক্তিযুদ্ধের চেতনা ও ‘জুলাই স্পিরিট’ ধারণ করে ব্যাচের স্বার্থে এবং দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
(ঢাকাটাইমস/৩আগস্ট/এলএম)

মন্তব্য করুন