কুমিল্লায় হাতের বৃদ্ধাঙ্গুলে প্রতিস্থাপন পায়ের আঙুল, দেশের চিকিৎসায় নতুন সাফল্য

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৫, ১৯:৩০
অ- অ+

দেশের চিকিৎসা ব্যবস্থায় নতুন এক দিগন্ত উন্মোচিত হয়েছে কুমিল্লায়। শহরের একটি বেসরকারি হাসপাতালে প্রথমবারের মতো জটিল এক অস্ত্রোপচারে পায়ের আঙুল এনে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে হাতের বৃদ্ধাঙ্গুলে। চিকিৎসকদের ভাষায়, এটি কেবল একটি সার্জারি নয়, বরং কুমিল্লা এবং দেশের চিকিৎসা ক্ষেত্রে এক অভূতপূর্ব সাফল্য।

গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা আশরাফুল আলম (৪২) সৌদি আরবে গাড়িচালকের চাকরি করতেন। ২০২৪ সালে এক সড়ক দুর্ঘটনায় তার বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর দেশে ফিরে তিনি একের পর এক হাসপাতালে ছুটে বেড়িয়েছেন। চিকিৎসকেরা তাকে জানিয়ে দেন, হয় ওই অংশ কেটে ফেলতে হবে, না হয় বিদেশে গিয়ে ব্যয়বহুল অস্ত্রোপচারের আশ্রয় নিতে হবে। হতাশ আশরাফুল একসময় জীবনের স্বাভাবিক গতি হারিয়ে ফেলেন। সৌদিতে ফিরে গেলেও কাজের অক্ষমতায় বাধ্য হয়ে দেশে ফিরতে হয়।

আশরাফুলের জীবনে নতুন আশার আলো জ্বালান কুমিল্লা শহরের চিকিৎসকেরা। এখানকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের একটি দল তার বাম পায়ের একটি আঙুল কেটে নিয়ে তা হাতে প্রতিস্থাপন করেন। দীর্ঘ অস্ত্রোপচারের পর তা সফলভাবে সংযোজন করা সম্ভব হয়।

এই অভিনব অস্ত্রোপচারে নেতৃত্ব দেন অর্থোপেডিক সার্জন ডা. কামরুল ইসলাম মামুন। তিনি বলেন, ‘এর আগেও আমরা কুমিল্লায় বিচ্ছিন্ন একটি হাত জোড়া লাগিয়েছিলাম। তবে এবার পায়ের একটি আঙুল এনে হাতে প্রতিস্থাপন করা হলো, যা এই শহরের ইতিহাসে প্রথম অঙ্গ প্রতিস্থাপন হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি আরও জানান, এটি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া, যেখানে কেবল হাড় নয়, শিরা-উপশিরা স্নায়ুগুলোকেও সফলভাবে যুক্ত করতে হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাউছার হামিদ। তিনি বলেন, ‘এটি কুমিল্লার চিকিৎসা ব্যবস্থার জন্য একটি মাইলফলক। এমন জটিল অস্ত্রোপচার সাধারণত বিদেশে হয়ে থাকে। আমরা দেশেই এটি করে দেখিয়েছি, যা চিকিৎসাক্ষেত্রে আমাদের সক্ষমতা তুলে ধরছে।

নিজের অনুভূতি জানাতে গিয়ে আশরাফুল আলম আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘আমি কখনো ভাবিনি দেশে এমন চিকিৎসা সম্ভব। অনেক কষ্ট করেছি। সৌদিতে ফিরে গিয়েও কাজ করতে পারিনি। এখন মনে হচ্ছে, আবার নতুন করে জীবন শুরু করতে পারব।

বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমদ বলেন, ‘এটা অত্যন্ত আনন্দের খবর। যদি এই চিকিৎসা দেশেই কম খরচে করা সম্ভব হয়, তাহলে সাধারণ মানুষের অনেক উপকার হবে। বিদেশমুখী ব্যয় কমে যাবে।

(ঢাকাটাইমস/২আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি
সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪
শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার
বিচারবহির্ভূত হত্যার শিকার লাশের ছবি মিডিয়াতে এসেছে চিকিৎসকদের কল্যাণে: ডা. রফিক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা