এখনো বিয়ে করার মতো কাউকে খুঁজে পাননি তমা মির্জা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৫, ১২:৫৪| আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৩:৩৫
অ- অ+

ঢালিউড অভিনেত্রী তমা মির্জা নাকি বিয়ে করার মতো কাউকে এখনো খুঁজে পাননি। অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন তিনি। কাজ বেশি না করলেও একের পর এক হিট সিনেমা উপহার দিচ্ছেন। কাজের মাঝেই জানালেন প্রেম, বিয়ে-সংসারের পরিকল্পনার কথা।

জানালেন বিয়ে-সংসার করার মতো মানুষ এখনো খুঁজে পাননি। গত কয়েক বছর ধরেই নির্মাতা রায়হান রাফীর সঙ্গে তমা মির্জার প্রেমের গুঞ্জন শোনা যায়। মাঝে ডানা মেলেছিল বিচ্ছেদের গুঞ্জনও। এবার অন্যরকম আভাস নায়িকার কণ্ঠে।

জানালেন, এখন বিয়ে নিয়ে তেমন ভাবছেন না। আপাতত অভিনয়ই তার প্রথম ও প্রধান ভাবনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে-সংসার প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘সংসার করতে হলে আগে মনস্থির করতে হয়। কাউকে বিয়ে করে সংসার করব— এমন মানুষ এখনো পাইনি।’

এরপর বললেন, ‘জীবনের পথে চলতে গিয়ে অনেকেই বন্ধু হয়ে আসে, কেউ থেকে যায়, কেউ আবার চলেও যায়।

আবার এটাও বলা যাবে না যে আমার জীবনে প্রেম একবারই এসেছিল। একজনকেই ভালোবেসেছি, আর কাউকে পারিনি-এটাও নিছক মিথ্যা হবে।’

তিনি যোগ করেন, ‘প্রেম বারবার আসতে পারে। কেউ কেউ হয়তো ভালোবেসে সারা জীবন একজনের সঙ্গেই কাটিয়ে দেন। তবে এই সময়ে এসে এমন কাউকে পাওয়া সত্যিই কঠিন। জীবনের যেসব সময়ে প্রেম এসেছে, ভালোবাসা এসেছে, তখন হয়তো ভেবেছি, বিয়ে করব, সংসার করব, নিজেকে স্থির করব। কিন্তু এখন যেহেতু জীবনে এমন কেউ নেই, তাই তেমন কিছু ভাবছি না। তবে হঠাৎ বৃষ্টির মতো যদি কেউ আসে, যদি মনে হয় তাঁর সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া সম্ভব, তখনই বিয়ে করব।’

২০১০ সালে ‘বলো না তুমি আমার’ সিনেমা দিয়ে শাকিব খানের বিপরীতে অভিষেক ঘটে তার। এরপর কাজ করেছেন একাধিক সিনেমায়। তবে বছর চারেক আগে ‘খাঁচার ভেতর অচিন পাখি’তে নিজেকে নতুন করে চিনিয়েছেন তমা।

এরপর ‘৭ নাম্বার ফ্লোর’ ‘ফ্রাইডে’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘সুড়ঙ্গ’, আমলনামা’ ও ‘দাগি’ — আলোচিত এই কয়েকটি কাজেই নিজেকে প্রমাণ করেছেন তিনি, পেয়েছেন দর্শকের ভালোবাসা এবং অভিনয়ের প্রশংসা।

(ঢাকাটাইমস/৩০জুলাই/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশকে বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রে মাহিয়া মাহি
তাণ্ডব পাইরেসি, মামলার প্রধান আসামি টিপু সুলতানসহ গ্রেপ্তার ২
শাকিব লক্ষ্মী একটা ছেলে: জয়া আহসান
লাইফ সাপোর্টে অভিনেত্রী তানিন সুবহা, দোয়া চাইলেন তারকারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা