বাংলাদেশ-মালয়েশিয়া পুলিশের দ্বিপাক্ষিক বৈঠক: আন্তঃদেশীয় অপরাধ দমনে সহযোগিতা জোরদারে ঐকমত্য

সন্ত্রাসবাদ, মানবপাচার, অর্থপাচারসহ আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা জোরদারে একমত হয়েছে বাংলাদেশ পুলিশ ও রয়েল মালয়েশিয়া পুলিশ। বুধবার সকালে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’–এ অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের পুলিশবাহিনীর প্রতিনিধিদলের মধ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ পুলিশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মালয়েশিয়া পুলিশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রয়েল মালয়েশিয়া পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান আজমান বিন আব্দ. রাযাক (Mr. Azman Bin Abd Razak)।প্রতিনিধিদলে মালয়েশিয়া রয়েল পুলিশের ৭ সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠকে উভয় পক্ষ সন্ত্রাসবাদ, মানবপাচার, অর্থপাচার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন। তারা তথ্য ও গোয়েন্দা বিনিময়ের মাধ্যমে সহযোগিতা আরও বাড়ানোর অঙ্গীকার করেন। বাংলাদেশ পুলিশের আইজিপি তার বক্তব্যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. গোলাম রসুল, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।
(ঢাকাটাইমস/৩০জুলাই/এলএম)

মন্তব্য করুন