সুন্দরবনের মাউন্দে নদীতে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-কার্তুজ জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৫, ১৩:৫৬
অ- অ+

সাতক্ষীরার সুন্দরবনের মাউন্দে নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ জুলাই) বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল মাউন্দে নদীসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযান চলাকালে সন্দেহজনক এক ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি তা উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন। পরে আত্মসমর্পণ করানোর জন্য অভিযানে থাকা সদস্যরা দুটি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় ওই ব্যক্তি হাতে থাকা ব্যাগ ফেলে বনের ভেতরে পালিয়ে যান। ব্যাগটি তল্লাশি করে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, জব্দ করা অস্ত্র ও গুলি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/৩১জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি
পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি
সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪
শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা