টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে কিলার গ্যাংয়ের প্যাডে (হত্যাকারী দল) একটি চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির ৩ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোর ও শুক্রবার রাতে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, ডিবি পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা বিএনপি কর্মী কি না সে পরিচয় আমাদের জানা নেই। আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বেলা ১টার দিকে অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে।
শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম জানান, আটককৃতদের নামে এর আগে কোন অভিযোগ নেই। ওরা নিঃসন্দেহে ভালো মানুষ। ওদেরকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। চাঁদার চিঠির বিষয়ে তিনি বলেন, অন্য কেউ এদেরকে ফাঁসানোর জন্যও চিঠি দিতে পারেন।
শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ জানান, আমি অসুস্থ। এইমাত্র ফোন খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। পুরো ঘটনা জানার পর বিস্তারিত জানা যাবে। তবে বিএনপির নেতা কর্মীদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে বলে ধারণা করছি।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পৌর এলাকায় সন্তোষে মাছ ব্যবসায়ী মো.আজাহারুল ইসলামের কর্মচারীর হাতে অচেনা একজন একটি চিঠি দিয়ে আসে। সেই চিঠি শুক্রবার সকালে সেই কর্মচারি ব্যাবসায়ী মো.আজাহারুল ইসলামকে দেয়। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, যে চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারো সাথে শেয়ার করস বা আইনি প্রক্রিয়ায় যাস তাহলে তোকে কবর দেয়ার জন্য তোর লাশ পরিবার খুঁজে না পাওয়ার ব্যবস্থা আমরা করবো। চিঠিতে আরো উল্লেখ থাকে মনে রাখবি প্রশাসন তোর সাথে সব সময় থাকবে না। আর বাচঁতে পারবি না। তোর সঠিক বুদ্ধিমত্তার সিদ্ধান্ত তুইসহ তোর পরিবার সুরক্ষিত থাকবে।
এছাড়াও চিঠিতে লেখা আছে যে দীর্ঘদিন ধরে মাছ ব্যবসা করে যাচ্ছিস। এতে তোর কোন প্রতিদ্বন্দ্বী নাই। দাবিকৃত ৫ লাখ টাকা তোর কাছে কিছু না। তাই আগামী আগস্টের ৩ তারিখে রবিবার সন্ধা ৭টার সময় একটি শপিং ব্যাগে করে কাগমারী মাহমুদুল হাসানের বাসার সামনে একটি গাছে ফরহাদের ছবি লাগানো আছে সেই গাছের নিচে রেখে যাবি।
(ঢাকা টাইমস/০২আগস্ট/এসএ)

মন্তব্য করুন