জামায়াত আমিরের হার্টের ৪টি ব্লকের বাইপাস করা হয়েছে: চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৫, ১৫:০২| আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৫:১৮
অ- অ+

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে এই অপারেশন সম্পন্ন হয়।

অপারেশন শেষে দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ডা. জাহাঙ্গীর কবির জানান, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অপারেশনটা খুব ভালো হয়েছে। তাকে অত্যাধুনিক প্রযুক্তিতে অপারেশন করা হয়েছে। তার হার্টে তিনটা ব্লকের বাইপাস করার কথা থাকলেও করা হয়েছে চারটিতে।

জাহাঙ্গীর কবির আরো জানান, অপারেশন পরবর্তী দুই/তিনদিন তিনি আইসিইউতে থাকবেন। তার সবকিছু স্বাভাবিক আছে। সময়মতোই তাকে অপারেশন করা হয়েছে। সপ্তাহ খানেক পরই তিনি স্বাভাবিক হয়ে হাসপাতাল ছাড়তে পারবেন বলে চিকিৎসকরা আশা করছেন।

এ সময় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের ধন্যবাদ জানান। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা পেশ করেন। সবার দোয়া কামনা করেন।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য নেতা, ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এর আগে জামায়াত আমিরের পিএস নজরুল ইসলাম জানান, শনিবার পৌনে ৭টার দিকে ডা. শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে সাড়ে ৮টার দিকে তার অপারেশন শুরু হয়। চার ঘণ্টার বেশি সময় লাগতে পারে বলে চিকিৎসকরা আভাস দিয়েছিলেন। হাসপাতালে পরিবারের সদস্যরা ছাড়াও জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত আছেন।

গত ৩০ জুলাই হাসপাতালটিতে ভর্তি হয়ে এনজিওগ্রাম করা হলে জামায়াত আমিরের হার্টের আর্টারিতে কম বেশি ৬টার মতো ব্লক ধরা পড়ে। এর মধ্যে তিনটি তিনটা ব্লক খুব বেশি ৮৬ শতাংশ পর্যন্ত। আর কিছু ব্লক আছে ৬০ শতাংশের মতো বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

(ঢাকাটাইমস/২আগস্ট/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হোটেল থেকে জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন কামরুল ইসলাম 
গণসার্বভৌমত্ব কায়েম না হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে: ফরহাদ মজহার
পিআর পদ্ধতিতে ভোটের জন্য কেউ জুলাই গণঅভ্যুত্থানে জীবন দেয়নি: মেজর হাফিজ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা