সাতক্ষীরায় সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো চার প্রবাসীকে সম্মাননা

‘প্রবাসীর অধিকার–আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’—এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় পালিত হয়েছে রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫। এ উপলক্ষে আলোচনা সভা ও জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের সম্মাননা দেওয়া হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
স্বাগত বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মোস্তফা জামান।
জরিপ কর্মকর্তা আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট সাদেক আলী প্রমুখ।
এবার সাতক্ষীরা জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী চারজন প্রবাসী কর্মীকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন রত্না খাতুন (মালয়েশিয়া), রেমিট্যান্স: ১ কোটি ৩৮ লাখ ৯০ হাজার ৪৮ টাকা। মো. কামরুজ্জামান (মালয়েশিয়া), রেমিট্যান্স: ১ কোটি ১৭ লাখ ৬৪ হাজার ৯৭৭ টাকা। হুমায়ুন কবির (মালয়েশিয়া), রেমিট্যান্স: ১৬ লাখ ৫১ হাজার ৫৪৯ টাকা এবং সুমাইয়া সিদ্দিক (নরওয়ে), রেমিট্যান্স: ১১ লাখ ৬৬ হাজার ৬৮ টাকা।
এছাড়া সাতক্ষীরা জেলা থেকে বিদেশে সর্বাধিক কর্মী প্রেরণকারী প্রতিষ্ঠান আল নূর ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ আবু বকর সিদ্দিককেও সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের পরিশ্রম ও অবদান দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অনন্য ভূমিকা রাখছে। তাই তাদের মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
(ঢাকাটাইমস/২আগস্ট/মোআ)

মন্তব্য করুন