টাইব্রেকারে স্পেনকে হারিয়ে আবারও  ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৫, ১০:৫১
অ- অ+

দুই বছর আগে নারী বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ইংল্যান্ড। সেই হারের যন্ত্রণা ঘুচল অবশেষে। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফের স্পেনের মুখোমুখি হয়ে টাইব্রেকারে ৩-১ গোলের জয় তুলে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলল ইংলিশ মেয়েরা।

রবিবার অনুষ্ঠিত উইমেনস ইউরো ২০২৫-এর রোমাঞ্চকর ফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর, টাইব্রেকারে স্পেনকে ৩-১ ব্যবধানে হারায় ইংল্যান্ড।

ম্যাচে বল দখলে ৬৫ শতাংশ সময় ও ২২টি শটে স্পষ্টভাবেই আধিপত্য দেখায় স্পেন। ইংল্যান্ড নিল মাত্র ৮টি শট, যার পাঁচটি ছিল লক্ষ্যে। কিন্তু কার্যকারিতায় এগিয়ে ছিল ইংল্যান্ডই।

২৫তম মিনিটে স্পেনকে এগিয়ে দেন আর্সেনাল ফরোয়ার্ড মারিওনা কালদেন্তে। ডান দিক থেকে আসা ক্রসে হেডে গোল করে স্বপ্ন দেখাতে শুরু করেন স্প্যানিশ সমর্থকদের।

বিরতির পর ৫৭তম মিনিটে সমতায় ফেরে ইংল্যান্ড। প্রথমার্ধের শেষ দিকে বদলি নামা ক্লোই কেলির ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন অ্যালেসিয়া রুশো, যিনি নিজেও আর্সেনালের হয়ে খেলেন।

এরপর দুই দলই একাধিক আক্রমণ চালালেও আর গোলের দেখা পায়নি কেউই। অতিরিক্ত সময়ও সমতায় থেকে শেষ হয়।

১৯৮৪ সালের পর এবারই প্রথমবার ইউরো নারী ফাইনালের নিষ্পত্তি হলো টাইব্রেকারে। তবে শুরুটা ভালো ছিল না ইংল্যান্ডের। বেথ মিড পা পিছলে ডাবল টাচ করে প্রথম শটে গোল করতে ব্যর্থ হন।

তবে এরপর আত্মবিশ্বাস ফিরে পায় ইংল্যান্ড। বাকি চার শটের তিনটিই সফলভাবে নেন খেলোয়াড়েরা। অন্যদিকে স্পেনের তিন শটই ব্যর্থ হয়, যার মধ্যে দুটি রুখে দেন ইংল্যান্ডের গোলরক্ষক।

২০২৩ সালে প্রথমবার নারী বিশ্বকাপ জিতেছিল স্পেন। এবার ইউরোর শিরোপা জিতে ‘ডাবলকরার স্বপ্ন ছিল তাদের। কিন্তু ফাইনালে এসে সেই স্বপ্নভঙ্গ হলো।

অন্যদিকে, ইউরোতে টানা দ্বিতীয় শিরোপা জিতে ইতিহাস গড়ল ইংল্যান্ড। তারা তৃতীয় দল হিসেবে একাধিক ইউরো জয়ের কীর্তি গড়ল, আগেই এই কৃতিত্ব ছিল নরওয়ে (২ বার) ও জার্মানির (৮ বার)।

ইংল্যান্ডের এই ঐতিহাসিক জয়ের পেছনে অন্যতম কৃতিত্ব কোচ সারিনা ভাইগমানের। ২০১৭ সালে নেদারল্যান্ডসের হয়ে এবং ২০২২ ও ২০২৫ সালে ইংল্যান্ডের হয়ে টানা তিনটি ইউরো শিরোপা জিতেছেন তিনি।

ম্যাচ শেষে ভাইগমান বলেন, ‘আমরা বলেছিলাম যে কোনো উপায়ে জিততে পারি। আজ আবারও সেটা প্রমাণ করেছি। আমি দল এবং স্টাফদের নিয়ে খুব গর্বিত। এটা অবিশ্বাস্য।

(ঢাকাটাইমস/২৮জুলাই/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জকসু না হলে দ্বিতীয় বার আন্দোলনের ডাক আসবে: শিবির সভাপতি
চাঁদপুরে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
কুমিল্লা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ
৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা