মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আ. লীগ নেতা মোবারক আপিলে খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৫, ১২:৪১
অ- অ+

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। প্রায় এক দশক পর বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

এর আগে ২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল। ট্রাইব্যুনাল জানিয়েছিল, ১৯৭১ সালে মোবারক ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগ আদালতে প্রমাণিত হয়একটিতে মৃত্যুদণ্ড এবং অন্যটিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।

রায় ঘোষণার সময় ট্রাইব্যুনাল উল্লেখ করেছিল, মোবারক হোসেন একটি হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন এবং নিরস্ত্র মুক্তিকামী বাঙালিদের ওপর হামলার নির্দেশনা দেন।

রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন মোবারক। চলতি বছরের ৮ জুলাই থেকে শুরু হয় আপিল শুনানি। প্রায় তিন সপ্তাহ শুনানি শেষে আজ তাকে খালাস দেয় দেশের সর্বোচ্চ আদালত।

আপিল বিভাগের পর্যবেক্ষণে বলা হয়, প্রসিকিউশনের উপস্থাপিত প্রমাণ যথেষ্ট ছিল না এবং সাক্ষ্যগুলোর মধ্যে কিছু অসঙ্গতি পাওয়া গেছে। পাশাপাশি ট্রাইব্যুনালের রায়ে যে প্রক্রিয়াগত ঘাটতি ছিল, তাও বিবেচনায় নিয়েছেন আপিল আদালত।

(ঢাকাটাইমস/৩০ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা