কর্ণফুলী আবাসিক পাবে ভান্ডালজুড়ির পানি, চুক্তি স্বাক্ষর

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৫, ২১:৫০
অ- অ+

সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটির দীর্ঘদিন ধরে চলমান পানিসংকট নিরসনে বুধবার দুপুর ১২টায় সিডিএ চেয়ারম্যান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক।

চুক্তিতে স্বাক্ষর করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান ও সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির সভাপতি/সেক্রেটারি।

চট্টগ্রাম ওয়াসা উক্ত চুক্তির কার্যকর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তদারকি প্রক্রিয়ার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকবে মর্মে আশ্বাস প্রদান করেন ওয়াসার ভারপ্রাপ্ত এমডি মনোয়ারা বেগম।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম সভাপতিত্ব করেন এবং ওয়াসার এম ডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন সিডিএ কর্ণফুলী মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহ্‌সান।

সভায় সিডিএ চেয়ারম্যান বলেন, দৃষ্টিনন্দন প্রকল্পটি বাস্তবায়নে সিডিএ সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। প্রধান অতিথির বক্তব্যে ওয়াসার এমডি বলেন, ভান্ডারজুড়ি প্রকল্পের পানি পেতে ৫১৯ টি প্লট মালিকরা হকদার। উক্ত প্রকল্পে ওয়াসা ৫০ লাখ লিটার পানি সরবরাহ করবে এবং অর্থ প্রাপ্তির তিন মাসের মধ্যে পানি সরবারহের কার্যক্রম শুরু করবে। ইনশাআল্লাহ্‌।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে দুপুর ১টায় চট্টগ্রাম সিডিএ ভবনের মিলনায়তনে এক বিশেষ সভার আয়োজন করা হয়। সভায় সিডিএ, চট্টগ্রাম ওয়াসা এবং প্লট মালিক কল্যাণ সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চুক্তির প্রধান উদ্দেশ্যসমূহ হল কর্ণফুলী আবাসিকে সুপেয় পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রাম ওয়াসার সহযোগিতায় পাইপলাইন সম্প্রসারণ ও সংযোগ কার্যক্রম গ্রহণ। সিডিএ'র মাধ্যমে রাস্তাঘাট, ড্রেনেজ ও অন্যান্য নাগরিক সেবার মানোন্নয়নের ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয় ।

সভায় সিডিএ চেয়ারম্যান নুরুল করিম বলেন, এই চুক্তি শুধু আনুষ্ঠানিকতা নয়, বাস্তবায়নের মাধ্যমে যেন প্লট মালিকরা সরাসরি উপকৃত হন, সে লক্ষ্যেই আমাদের অঙ্গীকার।

চট্টগ্রাম ওয়াসার এমডি জনাবা মনোয়ারা বেগম আরো বলেন, আমরা এই উদ্যোগের সঙ্গে আছি। চট্টগ্রামের জনগণ যাতে পানির মত মৌলিক সেবায় বঞ্চিত না হন, তা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার।

সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকেও যৌথ উদ্যোগের প্রশংসা করা হয় এবং এই চুক্তিকে একটি "টাইমলাইনভিত্তিক অ্যাকশন প্ল্যান"-এর সূচনা হিসেবে বর্ণনা করা হয়।

অনুষ্ঠানের এক পর্যায়ে সিডিএ ও সমিতির প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উপস্থিত অতিথিদের সম্মাননা জানিয়ে সমিতির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির উপদেষ্টা প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস, সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, সহ সভাপতি গোলাম ওয়ারেস, সাধারণ সম্পাদক আলহাজ মো. ইয়াসিন (সাবেক চেয়ারম্যান), যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল হুদা, অর্থ সম্পাদক এড সেলিম চৌধুরী, প্রচার ও তথ্য সম্পাদক সাইফুজ্জামান রাফি ও প্যানাল লইয়ার অ্যাডভোকেট আশীষ কিরণ দাশ, অ্যাডভোকেট কে এম শান্তনু চৌধুরী প্রমুখ।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন সিডিএ'র স্বয়ং চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ নজরুল ইসলাম, সচিব রবীন্দ্র চাকমা, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, তত্ত্বাবধারক প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর হাসান, ষ্টেট অফিসার মোহাম্মদ আলমগীর খান, সহকারী প্রকৌশলী মোহাম্মদ ওসমান শিকদার, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইলিয়াস, সিকিউরিটি অফিসার আব্দুল হান্নান প্রমুখ।

চট্টগ্রাম ওয়াসার পক্ষে ছিলেন ওয়াসার স্বয়ং এমডি মনোয়ারা বেগম, তত্ত্বাবধারক প্রকৌশলী মোহাম্মদ মাহাবুবুল আলম, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম প্রমুখ।

এই চুক্তির মাধ্যমে কর্ণফুলী আবাসিক এলাকার শত শত প্লট মালিকের দীর্ঘ ৩৩ বছরের নাগরিক দুর্ভোগ লাঘবের আশাব্যঞ্জক দ্বার উন্মুক্ত হয়েছে বলে মত দেন অংশগ্রহণকারীরা।

উল্লেখ প্লট মালিকদের কাটা প্রতি ৪০ হাজার টাকা সার্ভিস চার্জ প্রদান (অর্থায়নে) ওয়াসার উক্ত সংযোগ প্রদান করা হচ্ছে।

(ঢাকা টাইমস/৩০জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে ধর্ষণ মামলায় যুবকের কারাদণ্ড
সালথায় আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
কুষ্টিয়ার জিকে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
গোপালগঞ্জে এনসিপিকে নিরাপত্তা দিয়েছি, পক্ষ নিইনি: সেনাবাহিনী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা