ময়মনসিংহে কর্মসংস্থান ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৫, ১৬:২৭
অ- অ+

কর্মসংস্থান ব্যাংক ঋণ ও অগ্রিম বিভাগের আয়োজনে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, গৌরিপুর, ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন।

কর্মসংস্থান ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহবুবুল আলম এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রফেসর ড. জয়ন্ত ভট্টাচার্য। এসময় আরও উপস্থিত ছিলেন নেত্রকোণা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সাইদুল ইসলামসহ গৌরিপুর শাখার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী তাঁর বক্তব্যে শুধু দারিদ্র বিমোচন নয়, কর্মসংস্থানের মাধ্যমে জীবনমানের উন্নতির জন্য উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি উৎপাদনমুখী ও আত্মনির্ভরশীল টেকসই বাংলাদেশ নির্মানের ওপর গুরুত্বারোপন করেন। এ সময় তিনি অংশগ্রহণকারীদের প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা সমাজের বৃহত্তর কল্যাণের কাজে লাগানোর আহ্বান জানান।

উল্লেখ্য, গৌরিপুর উপজেলার প্রাণিসম্পদ খাতে ৯০ জন উদ্যোক্তা এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উদ্যোক্তাগণ তাঁদের বিভিন্ন সমস্যার বিষয়ে মতামত ব্যক্ত করেন এবং সমস্যার সমাধান জানতে পারেন। এসময়ে তাঁরা ঘন ঘন এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করার অনুরোধ করেন।

(ঢাকা টাইমস/৩১জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২ বাংলাদেশির মরদেহ উদ্ধার 
স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপির অঙ্গীকার : আমিনুল হক
ডেকে এনে কাজ করানো হলেও পারিশ্রমিক দেওয়া হয়নি
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৯
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা