হোটেল থেকে জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৫, ১৮:৪৩| আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৯:১৪
অ- অ+

মালয়ালাম জনপ্রিয় অভিনেতা ও মিমিক্রি আর্টিস্ট কালাভাবন নাভাস আর নেই। শুক্রবার সন্ধ্যায় কোচির চোট্টানিক্কারার একটি হোটেলের ঘর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কালাভাবন। শনিবার কালামাসেরি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তার দেহের ময়নাতদন্ত হবে।

সূত্রের খবর, মালয়ালাম ফিল্ম প্রকামবনম-এর শুটিং করতে চোট্টানিক্কারার ওই হোটেলে থাকছিলেন অভিনেতা। শুক্রবার সন্ধ্যায় তার ফিরে যাওয়ার কথা ছিল। চেক আউট করতে নির্দিষ্ট সময়ে তিনি রিসেপশনে না যাওয়ায় শুটিং ইউনিট ও হোটেলের কর্মীরা ডাকতে তার ঘরে যান। এ সময় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তারাই পুলিশকে খবর দেন।

পুলিশ হোটেলে পৌঁছে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ জানিয়েছে, হোটেলের ঘরে সন্দেহজনক কোনও চিহ্ন মেলেনি।

মিমিক্রি বা অনুকরণের জন্য বিখ্যাত ছিলেন অভিনেতা কালাভাবন। মালয়ালাম সিনেমায় অভিনয় করার পাশাপাশি তিনি প্লে-ব্যাক সিঙ্গার হিসেবেও জনপ্রিয় ছিলেন।

১৯৯৫ সালে চৈথন্যম সিনেমায় অভিনয় করে শুরু করেন তিনি। মূলত কৌতুক অভিনেতা হিসেবে তার নামডাক ছিল। এ ছাড়া একাধিক টিভি শো করেছেন তিনি। তার স্ত্রী রেহানা এবং ভাই কালাভাবন নিয়াসও অভিনয় করেন।

(ঢাকাটাইমস/২আগস্ট/এলকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিচারবহির্ভূত হত্যার শিকার লাশের ছবি মিডিয়াতে এসেছে চিকিৎসকদের কল্যাণে: ডা. রফিক
গণতন্ত্রের পথকে দীর্ঘায়িত করলে দেশের মানুষ আবার জেগে উঠবে: মঈন খান 
সংসদের মাধ্যমেই সংবিধান সংশোধন হতে হবে: আমীর খসরু
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা