বর্তমান সরকারকেই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৫, ১৯:০৪
অ- অ+

চলমান রাজনৈতিক সংস্কার বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়েই বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা নতুন সংসদের হাতে ছেড়ে দেওয়া হবে না। আগামীকালই (৩ আগস্ট) ঘোষিত হবে আগামীর বাংলাদেশের রূপরেখা

আজ শনিবার (২ আগস্ট) ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ।

এনসিপি-প্রধান জুলাই মাসজুড়ে দেশব্যাপী দলের পদযাত্রার কথা উল্লেখ করে বলেন, এই পদযাত্রার মাধ্যমে আমরা জনগণের মনের কথা শুনেছি। সেই অভিজ্ঞতা থেকে তৈরি করা রূপরেখা আগামীকাল রোববার ঘোষণা করা হবে।’

আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে ৩ জুলাই স্মরণে এনসিপির সমাবেশ। একই স্থানে ছাত্রদলও সমাবেশ ডেকেছিল। তবে এনসিপির অনুরোধে ছাত্রদল তাদের কর্মসূচি শাহবাগে সরিয়ে নিয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ জানান নাহিদ।

গত বছরের ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা সরকার পতনের আন্দোলনের সূচনা করেছিলেন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আজও সেই ফ্যাসিবাদবিরোধী লড়াই অব্যাহত রয়েছে। জুলাই অভ্যুত্থান ছিল এই লড়াইয়েরই অংশ। এর ভিত্তিতেই গঠিত জুলাই সনদের খসড়া আমরা ইতোমধ্যে দিয়েছি।’

অন্তর্বর্তী সরকার তাদের সংস্কারের খসড়া প্রস্তুত করছে বলে জানতে পেরেছেন- এম,নটা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘জুলাই সনদের একটি শক্ত আইনি ভিত্তি থাকতে হবে। আমরা চাই ৫ আগস্টের মধ্যেই সরকার এই সনদ ঘোষণা করুক।’

তবে নাহিদ ইসলাম বলেন, ঐকমত্য কমিশন এখনো স্পষ্টভাবে জানায়নি জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা হবে। আমরা সংস্কার ভবিষ্যতের হাতে ছাড়তে রাজি নই, এখনই তা কার্যকর করতে হবে।’

জুলাই অভ্যুত্থানে তরুণ সমাজ যে প্রত্যাশা নিয়ে অংশ নিয়েছিল, তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন জুলাই আন্দোলনের এই অন্যতম সমন্বয়ক। আগামীকাল তারা কর্মসংস্থান ও তরুণদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট স্মরণে একই দিনে একাধিক কর্মসূচি থাকায় রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে। এজন্য এনসিপির পক্ষ থেকে আগাম দুঃখপ্রকাশ করেন তিনি।

(ঢাকাটাইমস/২আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিচারবহির্ভূত হত্যার শিকার লাশের ছবি মিডিয়াতে এসেছে চিকিৎসকদের কল্যাণে: ডা. রফিক
গণতন্ত্রের পথকে দীর্ঘায়িত করলে দেশের মানুষ আবার জেগে উঠবে: মঈন খান 
সংসদের মাধ্যমেই সংবিধান সংশোধন হতে হবে: আমীর খসরু
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা