আ.লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৫, ১২:৪৮| আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৪:১৭
অ- অ+

আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু দলটি কোনো ধরনের অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

৫ আগস্ট ঘিরে দেশে কোনো নিরাপত্তা শঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেভাবে সহযোগিতা করছেন, তাতে কোনো ধরনের ভয় বা উদ্বেগের কারণ দেখছি না।”

সাংবাদিকরা আওয়ামী লীগের গোপন তৎপরতা ও তাতে সেনাবাহিনীর এক কর্মকর্তার সম্পৃক্ততার বিষয় উল্লেখ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যে বাহিনীর যে ব্যক্তি জড়িত থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু যদি তারা কোনো ধরনের অপকর্ম করতে চায়, তাহলেও তারা রেহাই পাবে না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণ চালানোর অভিযোগ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, “এটা তদন্তের বিষয়। তদন্ত করলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।”

সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সত্য প্রকাশ করেন, তাতেই জনগণ উপকৃত হয় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে। মিডিয়া যদি সত্য প্রচার করে, তবেই দেশ এগিয়ে যাবে।”

তিনি দাবি করেন, “মিডিয়া সত্য প্রচার করায় এখন বিদেশি সংবাদমাধ্যমগুলো আগের মতো সরব নয়। তাদের ভাষাও অনেকটা নরম হয়ে গেছে।”

মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা রায়েরবাজার অবস্থিত জুলাই শহীদদের গণকবর পরিদর্শন করেছেন। এসময় আন্দোলনে নিহতদের কবরগুলো ঘুরে দেখেন তিনি। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

(ঢাকাটাইমস/২আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশ ছেড়ে পালালেন ফ্লাইট এক্সপার্টের মালিক, বন্ধ অফিস-ওয়েবসাইট
বিদেশ মানেই বেহেশত নয়: আসিফ নজরুল
৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নেতৃত্বে বাসার-মেহেদী
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা