ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৫, ২২:৫৯
অ- অ+

যশোরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোর মুড়লী রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম নুপুর দেবনাথ (২৭)। তিনি যশোরের বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল নাথপাড়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম বাবুল কুমার দেবনাথ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুপুর দেবনাথ শনিবার সন্ধ্যায় স্বামীর মোটরসাইকেলে করে যশোর শহর থেকে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। পথে মুড়লী রেলক্রসিং এলাকায় পৌঁছালে তিনি আচমকা মোটরসাইকেল থেকে লাফ দিয়ে চলন্ত ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার কর্তৃপক্ষ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে।

স্থানীয়দের মতে, এটি আত্মহত্যার ঘটনা হলেও কী কারণে তিনি এমন পথ বেছে নিলেন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

ঘটনার বিষয়টি পুলিশ তদন্ত করছে বলে জানান যশোর জিআরপি পুলিশের ইনচার্জ এসআই মিজানুর রহমান।

(ঢাকা টাইমস/০২আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশ ছেড়ে পালালেন ফ্লাইট এক্সপার্টের মালিক, বন্ধ অফিস-ওয়েবসাইট
বিদেশ মানেই বেহেশত নয়: আসিফ নজরুল
৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নেতৃত্বে বাসার-মেহেদী
আমীরে জামায়াতের সুস্থতা কামনায় কেন্দ্রীয় অফিস মসজিদে দোয়া অনুষ্ঠিত 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা