ঢাকা ব্যাংকের ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা ব্যাংক পিএলসি-র ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা মোতাবেক ডিজিটাল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল হাই সরকার।
অন্যান্যদের মধ্যে প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও স্পন্সর এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালকবৃন্দ রেশাদুর রহমান, মো. আমির উল্লাহ, তৌহিদুল হোসেন চেীধুরী, আব্দুল্লাহ আল আহসান, মির্জা ইয়াসির আব্বাস, জসিম উদ্দিন, মিসেস মনোয়ারা খন্দকার, স্পনসর খন্দকার জামিল উদ্দিন, প্রাক্তন পরিচালক আলতাফ হোসেন সরকার, স্বতন্ত্র পরিচালক মিসেস বিলকিস আরা বেগম, ফিরোজ আহমেদ এবং ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মাদ মারুফ উপস্থিত ছিলেন।
এছাড়াও ঢাকা ব্যাংকের এসইভিপি ও সিএফও সাহাবুব আলম খান ও ব্যাংকের কোম্পানি সচিব মো. শাহজাহান মিয়া-সহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত সভায় ব্যাংকের শেয়ারহোল্ডারগণ ২০২৪ সালের জন্য ৫% নগদ ও ৫% স্টক লভ্যাংশ অনুমোদন করেন।
এছাড়াও, ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয় এবং সম্মানিত শেয়ারহোল্ডারগন ব্যাংকের বিশদ কার্যক্রমের ওপর তাদের মতামত ব্যক্ত করেন এবং নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।(ঢাকা টাইমস/০২আগস্ট/এসএ)

মন্তব্য করুন