পঞ্চগড়ে দুই সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন 

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৫, ১৪:৫০
অ- অ+

পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার পৃথক দুই সীমান্ত এলাকা দিয়ে ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে তেঁতুলিয়া ভজনপুর থেকে ৭ জন ও সদরের ঘাগড়া এলাকা থেকে ১০ জনকে আটক করে বিজিবি।

আটককৃতরা হবিগঞ্জ, সিলেট, ফরিদপুর, খাগড়াছড়ি, গোপালগঞ্জ, কক্সবাজার, বরিশাল, যশোর, সিলেট, নরসিংদী ও নওগাঁ জেলার বাসিন্দা বলে জানা গেছে। আটকৃতদের পরিচয় নিশ্চিত করাসহ পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করে কাজ করছিল। গত ৩ জুন ভারতীয় পুলিশ কর্তৃক তাদেরকে উড়িষ্যা প্রদেশ থেকে আটক করে পরের দিন পর্যন্ত পুলিশ হেফাজতে রেখে বিমানে শিলিগুড়ি বিমান বন্দরে পৌঁছে দেয়। পরবর্তীতে, পঞ্চগড় সীমান্ত দিয়ে বিএসএফ তাদের পুশইন করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, বিজিবির জিডির ভিত্তিতে সদর সীমান্ত দিয়ে পুশইন হওয়া ১০ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের পরিচয় যাচাই চলছে। আপাতত তাদের স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে।

৫৬ বিজিবি ব্যাটালিয়নের নীলফামারী অঞ্চলের উপ-অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ বলেন, বিজিবি সবসময় সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান ও অনুপ্রবেশ রোধে আমাদের অভিযান চলমান। আইনানুগ প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/৩১জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি
পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি
সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪
শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা