গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় ১০৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৫, ০৯:২৪| আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১১:৪৮
অ- অ+

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর টানা হামলায় বুধবার (৩০ জুলাই) একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১০৪ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৩৯৯ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সর্বশেষ হতাহতের ঘটনা বুধবার সন্ধ্যার পর নিশ্চিত করা হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি বলে দাবি করেছে মন্ত্রণালয়। খবর বিবিসির।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এরপর থেকে এ পর্যন্ত (৩১ জুলাই ২০২৫) ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ১৩৮ জনে। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৪৬ হাজার ২০০ ফিলিস্তিনি।

প্রসঙ্গত, ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে চালায় ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী হামলা। এতে ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।

এর পরই শুরু হয় ইসরায়েলের ‘বিস্তৃত প্রতিরোধ অভিযান’। ১৫ মাসের বেশি সময় ধরে চালানো এই অভিযান আন্তর্জাতিক চাপের মুখে ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে যুদ্ধবিরতিতে পৌঁছায়।

তবে মাত্র দুই মাসের মাথায় গত ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করে। এ দ্বিতীয় দফায় গত চার মাসে নিহত হয়েছেন আরও ৮ হাজার ৯৭০ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৩৪ হাজার ২২৮ জনের মতো।

ইসরায়েলের দাবি, গাজায় এখনো অন্তত ৩৫ জন জিম্মি জীবিত রয়েছেন এবং তাদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। তবে বিশ্লেষকরা বলছেন, ক্রমাগত বেসামরিক হতাহত ও অবকাঠামো ধ্বংসের ফলে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে।

জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানালেও এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি।

(ঢাকাটাইমস/৩১ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপদেষ্টা আসিফের অনুসারীদের হামলায় আহত যুবদল নেতাকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা কায়কোবাদ
৫২ নির্বাচন কর্মকর্তাকে বদলি
ছাত্রদল নেতা গ্রেপ্তারে মায়ের মৃত্যু, নানান নাটকীয়তার পর প্যারোলে মুক্তি
দেশের জনগণ পিআর পদ্ধতি বোঝে না: টুকু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা