উপদেষ্টা আসিফের অনুসারীদের হামলায় আহত যুবদল নেতাকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা কায়কোবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৫, ২৩:০৫
অ- অ+

কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অনুসারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন যুবদল নেতা ওমরউল্লাহ। বৃহস্পতিবার রাজধানীর গ্রীন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে তাকে দেখতে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

ওমরউল্লাহ নবীপুর পূর্ব ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি অভিযোগ করেন, মুরাদনগরে বিএনপির একটি শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে “এনসিপির ব্যানারে আওয়ামী লীগ নেতাকর্মীরা” হামলা চালায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

এদিন সাবেক মন্ত্রী কায়কোবাদ নিজেও শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও হাসপাতালে গিয়ে আহত নেতার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওমরউল্লাহ বলেন, “মুরাদনগরে এনসিপির ব্যানারে আশরাফ মেম্বার, খায়ের চেয়ারম্যান, জাকির, বাহারসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও আমাদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। আসিফ মাহমুদের বাবার সহযোগিতায় তারা আবারও সক্রিয় হয়ে উঠেছে।”

তিনি অভিযোগ করেন, “বিএনপির পার্টি অফিস লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। আমাদের সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ছুড়ে দেওয়া হয়। আমি রক্তাক্ত হই, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।”

আহত যুবদল নেতা আরও বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে বলছে—আমরাই ক্ষমতায় ছিলাম, এখনো আছি, যা খুশি তাই করব। দীর্ঘ ১৭ বছর ধরে আমরা এই দমন-পীড়নের শিকার।”

তিনি অভিযোগ করেন, মুরাদনগরের ২২টি ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন করা হয়েছে, বিএনপি নেতাকর্মীরা রয়েছেন কোণঠাসা অবস্থায়।

সবশেষে ওমরউল্লাহ বলেন, “আমি উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছি। আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ চাই। মুরাদনগরে দলের নামে সন্ত্রাস ও অত্যাচার মেনে নেওয়া হবে না।”

(ঢাকাটাইমস/৩১ জুলাই/প্রতিনিধি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি
পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি
সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪
শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা