সিরাজদিখানে কলেজের মাঠ দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৫, ১৮:১১
অ- অ+

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কলেজ বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার বিক্রমপুর আদর্শ কলেজ কুচিয়ামোড়া উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এই নির্মাণকাজ করা হয় বুধবার রাতে।

কলেজের অধ্যক্ষ ওয়াহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘বুধবার সকালে কলেজের মাঠে কে বা কারা পাকা স্থাপনা নির্মাণের কাজ করছিল। বিষয়টি জানার পর আমরা প্রশাসনের সহায়তায় কাজ বন্ধ করি। কিন্তু রাতের আঁধারে তারা আবার এসে পুরো কাজটি করে ফেলে।’

কলেজের অ্যাডহক কমিটির সদস্য জুয়েল জানান, ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিম খানের নেতৃত্বে এই স্থাপনা নির্মাণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, এই মাঠ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের খেলাধুলা ক্রীড়া চর্চার জন্য ব্যবহৃত হচ্ছে। সেখানে পাকা স্থাপনা গড়ে তোলা খুবই উদ্বেগজনক।

ঘটনায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত স্থাপনা উচ্ছেদ করে মাঠটি পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, ‘বিষয়টি আমি অবগত আছি। যেহেতু নিষেধ করার পরেও তারা স্থাপনা করেছে আমি সেখানে ব্যবস্থা নেয়ার জন্য এসি ল্যান্ডকে পাঠাব।’

(ঢাকাটাইমস/৩১জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি
পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি
সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪
শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা