৫২ নির্বাচন কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৫, ২২:৫৬
অ- অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) তাদের প্রশাসনিক কাঠামোতে ধারাবাহিক পরিবর্তনের অংশ হিসেবে আবারও ৫২ নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৬ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। কেউ নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ৭ আগস্ট তারিখে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য করা হবে।

বদলিকৃত ৫২ জনের মধ্যে নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজাকে সিনিয়র জেলা নির্বাচন অফিস খুলনা থেকে মাগুরা জেলা নির্বাচন অফিসে এবং নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্ব) নিজাম উদ্দীন আহমেদকে জেলা নির্বাচন অফিস মাদারীপুর থেকে রাজবাড়ী জেলা নির্বাচন অফিসে বদলি করা হয়েছে। এছাড়া বদলিকৃতদের বেশিরভাগই উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা।

প্রজ্ঞাপনে জানানো হয়, গত ২৭ জুলাইয়ের প্রজ্ঞাপনের উপজেলা কর্মকর্তার ১৬ নং ক্রমিকের শেখ বদরুদ্দীন উপজেলা নির্বাচন অফিস, টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ; ৪৪ নং ক্রমিকের মোঃ আলী হোসেন উপজেলা নির্বাচন অফিস, জলঢাকা, নীলফামারী; ৫১ নং ক্রমিকের মোহাম্মদ ওসমান গণি, উপজেলা নির্বাচন অফিস, বরুড়া, কুমিল্লা; ৫৩ নং ক্রমিকের মোঃ আবুল বাশার, উপজেলা নির্বাচন অফিস, কুলাউড়া, মৌলভীবাজার; ৬৩ নং ক্রমিকের মেহরাজুল হাসান, উপজেলা নির্বাচন অফিস, তাড়াশ, সিরাজগঞ্জ এর বদলির সংশ্লিষ্ট অংশটুকু সংশোধন এবং ৫ নং ক্রমিকের মোঃ মোশাররফ হোসেন, সহকারী পরিচালক, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা এর বদলির সংশ্লিষ্ট অংশটুকু স্থগিত করা হলো।

এর আগে গত ২৭ জুলাই ৭১ জন কর্মকর্তাকে বদলি করে আদেশ জারি করে ইসি। এছাড়া গত ১৫ জুলাই ইসির ৫১ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করে আদেশ জারি হয়।

(ঢাকাটাইমস/৩১জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি
পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি
সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪
শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা