বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনাকালে আদাবর থানা তাঁতী লীগের নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৫, ১৮:৫১| আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৮:৫৩
অ- অ+

রাজধানীসহ সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনাকালে আদাবর থানা তাঁতী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তার নাম সাইদুল ইসলাম।

৩১ জুলাই ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, সাইদুল ইসলাম আদাবর থানার তাঁতী লীগের সক্রিয় নেতা এবং পলাতক ওয়ার্ড কমিশনার হাসুর সশস্ত্র সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে আদাবর থানায় একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

সেনাবাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে গোপন বৈঠকের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুল ইসলাম গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। এসব তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে আরও অভিযান চালানো হবে এবং তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলবে।

সাইদুল ইসলামকে বিকালে আইনানুগ প্রক্রিয়ার জন্য আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে— বলে জানিয়ে সেনাবাহিনী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি
পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি
সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪
শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা