রাজধানীতে ডিবির অভিযান: চোরাই মোটরসাইকেল উদ্ধার, চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৫, ১৭:৫৭
অ- অ+

রাজধানীতে চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৩০ জুলাই মগবাজার ও পল্লবী এলাকায় এ অভিযান চালানো হয়।

ডিবির লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম এবং সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবির সহকারী কমিশনার (এসি) এনায়েত কবির সোয়েব।

ডিবির এই কর্মকর্তা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি করে তা ভুয়া কাগজপত্র তৈরি করে বিক্রি করতো। চক্রের সদস্যরা পরস্পরের সঙ্গে সুসমন্বিতভাবে কাজ করত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেপ্তার অভিযুক্তরা হলো— জসিম বেপারী, মোশারফ হোসেন কামাল, আনোয়ার হোসেন, মো. আরিফ, মো. আকিব ও রাসেল রানা। তাদের হেফাজত থেকে ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
আমীরে জামায়াতের সুস্থতা কামনায় কেন্দ্রীয় অফিস মসজিদে দোয়া অনুষ্ঠিত 
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি
পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা