দেশের জনগণ পিআর পদ্ধতি বোঝে না: টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘এই দেশের জনগণ স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয়। তারা ‘পিআর পদ্ধতি’ (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি) কী তা জানে না। জনগণ চায় তাদের চিরচেনা পুরনো ভোটদানের পদ্ধতিতেই নির্বাচন হোক, গণতন্ত্র ফিরে আসুক এবং একটি শক্তিশালী, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করুক।’ বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ পুরোনো কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা বিএনপি আয়োজিত ‘জুলাই-আগস্ট ১৯৯৪-এর ছাত্র গণআন্দোলন ও গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে’ এক বিশাল স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এক মহান সংস্কারক। তিনি বাংলাদেশের আধুনিক রাজনৈতিক সংস্কারের ভিত্তি নির্মাণ করেছিলেন। বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে। এই সময়ে রাজনৈতিক সংস্কারের জন্য বিএনপি অনেক বিষয়েই ঐক্যমতের ভিত্তিতে আলোচনা করেছে। তবে সেই সংস্কার জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই করতে হবে, কারণ তারাই জনকল্যাণমূলক আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে পারে।’
তিনি বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধ কোনো একক দলের ছিল না; বরং স্বাধীনতার জন্য মুক্তিপাগল সারা দেশের জনগণ অংশগ্রহণ করেছিল, রক্ত দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। তেমনি ১৯৯৪ সালের জুলাই-আগস্টের ছাত্র গণআন্দোলন ও গণঅভ্যুত্থানেও নির্যাতিত, গণতন্ত্রপ্রিয় জনগণ সকলে অংশ নিয়েছিল। কোনো ষড়যন্ত্রেই যেন সেই গণঅভ্যুত্থানের স্বপ্ন বিনষ্ট না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।’
স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. মকবুল হোসেন চৌধুরী।
সভা পরিচালনা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম খান আলীম।(ঢাকা টাইমস/৩১জুলাই/এসএ)

মন্তব্য করুন