ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, পাল্টা পদক্ষেপের হুমকি লুলা সরকারের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৫, ১২:৩১| আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৩:৩৮
অ- অ+

ব্রাজিল থেকে আমদানি করা পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে একটি নির্বাহী আদেশে সই করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন ধরেই ব্রাজিলের বর্তমান সরকারকে প্রযুক্তি খাতে ‘বৈরী আচরণ’ এবং সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে ‘হয়রানিমূলক ব্যবস্থা’ নেওয়ার অভিযোগে ভাসিয়ে রাখছিলেন ট্রাম্প। এবার তার নেতৃত্বাধীন প্রশাসন সরাসরি বাণিজ্যিক চাপ প্রয়োগের পথ ধরল।

এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ব্রাজিল। প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার প্রশাসন হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিলের ওপর যেকোনো একতরফা শুল্ক আরোপ করলে তার পাল্টা পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্লেষকরা বলছেন, চীনের পর যুক্তরাষ্ট্রই ব্রাজিলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। তাই এই শুল্ক আরোপ ব্রাজিলের অর্থনীতিতে গুরুতর চাপ সৃষ্টি করতে পারে।

ব্রাজিলের যেসব পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়েছে, তার মধ্যে রয়েছে কৃষিজ ও শিল্পজাত পণ্য। তবে কমলার রস, জ্বালানি পণ্য এবং কিছু বিমানের যন্ত্রাংশকে এই করের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে। ট্রাম্পের নির্বাহী আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, “ব্রাজিলের রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত নিপীড়ন, সেন্সরশিপ এবং সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বিচার প্রক্রিয়ার প্রতি প্রতিক্রিয়াস্বরূপ” এই শুল্ক আরোপ করা হয়েছে।

মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন, তারা ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরেসের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছেন। বিচারক মোরেস বর্তমানে বলসোনারো ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে ২০২২ সালের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান এবং অভ্যুত্থানের ষড়যন্ত্র সংক্রান্ত মামলার তদন্তে নেতৃত্ব দিচ্ছেন।

এই পরিস্থিতিকে কেন্দ্র করে ওয়াশিংটন-ব্রাসিলিয়ার মধ্যকার কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েন আরও বাড়বে বলে ধারণা বিশ্লেষকদের।

(ঢাকাটাইমস/৩১ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি
পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি
সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪
শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা