দর্শনা সীমান্তে নারী-শিশুসহ ১৫ বাংলাদেশিকে হস্তান্তর

চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী নারী-শিশুসহ ১৫ জন বাংলাদেশীকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীঅয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ বৃহস্পতিবা (৩১ জুলাই) দুপুর দুইটার দিকে বিজিবি এবং বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক ১৫ বাংলাদেশিকে ভারতের ৩২ বিএসএফ দীর্ঘ প্রক্রিয়া শেষে আজ ফেরত দিয়েছে।
পতাকা বৈঠক শেষে ভারতের হেফাজত থেকে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে বিজিবি। তাদের মধ্যে ৮ জন শিশু ও ৪ জন নারী রয়েছেন। তাদের বাড়ি কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাজীপুর জেলায়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, বিএসএফ কর্তৃক ফেরত দেয়া বাংলাদেশিরা অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে ভারতের হরিয়ানা রাজ্যের নারনাউল জেলখানায় তিন মাস বন্দি ছিলেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে দর্শনা থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩১জুলাই/মোআ)

মন্তব্য করুন