মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা: হাইকমিশনের সতর্কতা

মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর প্রলোভনে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বাংলাদেশি গমনেচ্ছুদের কাছ থেকে পাসপোর্ট ও নগদ অর্থ সংগ্রহ করছে বলে জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। এ বিষয়ে শুক্রবার (১ আগস্ট) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়ার সাবাহ প্রদেশে বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের সরকারের মধ্যে বর্তমানে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক (MOU) নেই। ফলে এই প্রেক্ষাপটে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মী পাঠানোর দাবি ভিত্তিহীন ও প্রতারণামূলক।
হাইকমিশন আরও জানায়, এখনো সাবাহ প্রদেশের কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে। চুক্তি স্বাক্ষরের আগে কোনো লেনদেন বা প্রতিশ্রুতি দেওয়া হলে প্রবাসী কর্মীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন।
গমনেচ্ছুদের প্রতি হাইকমিশন সতর্কবার্তা দিয়ে বলেছে, এ ধরনের প্রতারক চক্রের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হতে এবং কোনো রকম আর্থিক লেনদেনে না জড়াতে। চুক্তি স্বাক্ষরিত হলে যথাযথভাবে বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইটের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।
(ঢাকাটাইমস/০১ আগস্ট/এলএম)

মন্তব্য করুন