মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা: হাইকমিশনের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৫, ১৯:৩৪
অ- অ+

মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর প্রলোভনে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বাংলাদেশি গমনেচ্ছুদের কাছ থেকে পাসপোর্ট ও নগদ অর্থ সংগ্রহ করছে বলে জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। এ বিষয়ে শুক্রবার (১ আগস্ট) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়ার সাবাহ প্রদেশে বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের সরকারের মধ্যে বর্তমানে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক (MOU) নেই। ফলে এই প্রেক্ষাপটে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মী পাঠানোর দাবি ভিত্তিহীন ও প্রতারণামূলক।

হাইকমিশন আরও জানায়, এখনো সাবাহ প্রদেশের কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে। চুক্তি স্বাক্ষরের আগে কোনো লেনদেন বা প্রতিশ্রুতি দেওয়া হলে প্রবাসী কর্মীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন।

গমনেচ্ছুদের প্রতি হাইকমিশন সতর্কবার্তা দিয়ে বলেছে, এ ধরনের প্রতারক চক্রের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হতে এবং কোনো রকম আর্থিক লেনদেনে না জড়াতে। চুক্তি স্বাক্ষরিত হলে যথাযথভাবে বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইটের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।

(ঢাকাটাইমস/০১ আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ তলায় আগুন, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে
লন্ডনের লোকাল বাসে সাধারণ যাত্রীর মতো তারেক রহমান, নেটদুনিয়ায় প্রশংসিত
মার্কিন সামরিক বিমানে যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ৩৯ বাংলাদেশি
তিন বিভাগে অতিভারি বর্ষণের পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা