যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে ৯টি আইফোনসহ ১২টি চোরাই মোবাইল উদ্ধার

রাজধানীর কোনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মডেলের ৯টি আইফোন ও তিনটি অ্যানড্রয়েড ফোন উদ্ধার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার কোনাপাড়ার ধার্মিকপাড়ার একটি বাসায় অভিযান পরিচালনা করে এসব চোরাই ফোন উদ্ধার করা হয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।
তিনি জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কোনাপাড়ার একটি বাসায় অনেকগুলো চোরাই মোবাইলফোন রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে থানার টহলটিম ওই বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন মডেলের ৯টি আইফোন ও তিনটি অ্যানড্রয়েড ফোন উদ্ধার করা হয়। এসব ফোনের বৈধ কোনো কাগজপত্র ওই বাসা হতে পাওয়া যায়নি।
এ ঘটনায় পলাতক একজনসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া পলাতকসহ অজ্ঞাতনামাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে রয়েছে বলেও জানান ওসি কামরুজ্জামান।
(ঢাকাটাইমস/২আগস্ট)
মন্তব্য করুন