সিরাজগঞ্জে অস্ত্রসহ দুজন আটক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৫, ১১:৫০
অ- অ+

সিরাজগঞ্জের বেলকুচিতে দেশীয় তৈরি দুইটি ওয়ান শাটার গানসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১ আগস্ট) উপজেলার জামতৈল পশ্চিমপাড়া যাত্রী ছাউনির সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আফজালপুর গ্রামের মো. আলমগীর (২৬) ও বেলকুচি উপজেলার শান্তারমোড় মো. সজিব (২২)।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের এস আই নাজমুল হক জানান, অস্ত্রধারী দুই যুবক মোটরসাইকেলে ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। তাদের আটকের পর দুজনের কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এরপর অস্ত্রধারীদের আটক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

এস আই নাজমুল আরও বলেন, এ ঘটনায় বেলকুচি থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ডিবি হেফাজতে রয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হবে।

(ঢাকা টাইমস/০২আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি
পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি
সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪
শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা