সুলতানগঞ্জ নদীবন্দর নিয়ে কোনো টানাপড়েন হবে না: নৌপরিবহন উপদেষ্টা

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৫, ২২:১২| আপডেট : ০১ আগস্ট ২০২৫, ২৩:২২
অ- অ+

রাজশাহীর সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট নিয়ে এনবিআর এবং বিআইডব্লিউটিএর কোনো টানাপড়েন আগে থাকলেও এখন আর হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১ আগস্ট) রাজশাহীর গোদাগাড়ীতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এসময় উপদেষ্টা বলেন, সুলতানগঞ্জ নৌবন্দরের অবকাঠামো উন্নয়ন করতে উচ্চপর্যায়ে আলাপ করতে হবে। এটা আমি পজিটিভলি দেখবো।

তিনি বলেন, নৌবন্দরের কার্যক্রম শুরুর জন্য এনবিআরের অনুমোদনসহ অবকাঠামোগত উন্নয়ন ও রাস্তাঘাট প্রয়োজন। এই কার্যক্রমের সঙ্গে সরকারের বিভিন্ন সংস্থা জড়িত। কাজেই সব পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে অচিরেই নদীবন্দরের কার্যক্রম শুরু হবে।

ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, বিদেশ থেকে আমরা যেসব পণ্য আনি তা আনতে যত কম খরচ হবে— বিদেশে তত ডলার কম যাবে। এটা শুধু ব্যবসায়ীদের না জনগণ ও সরকারের লাভ। আমরা এই নদীবন্দর ব্যবহার করলে বিদেশ থেকে পাথর আনতে খরচ অর্ধেক কমে আসবে। কিছু মানুষ এটা বাস্তবায়ন করতে দিতে চাইছেন না— কারণ তাঁরাই জানেন। আমরা ব্যবসায়ী চাইবো দ্রুত এই নদীবন্দরের কার্যক্রম শুরু হোক।'

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

(ঢাকা টাইমস/০১আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ তলায় আগুন, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে
লন্ডনের লোকাল বাসে সাধারণ যাত্রীর মতো তারেক রহমান, নেটদুনিয়ায় প্রশংসিত
মার্কিন সামরিক বিমানে যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ৩৯ বাংলাদেশি
তিন বিভাগে অতিভারি বর্ষণের পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা