শেরপুরে আ.লীগ নেতা চাঁন গ্রেপ্তার
শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
প্রকাশিত : ০১ আগস্ট ২০২৫, ১৩:২৬

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঝিনাইগাতী উপজেলার পাগলারমুখ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে মোফাজ্জল হোসেন চাঁনের বিরুদ্ধে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন বলেন, মোফাজ্জল হোসেন চাঁনকে বিশেষ ক্ষমতা আইনে আদালতে পাঠানো হয়েছে।
(ঢাকা টাইমস/০১আগস্ট/এসএ)

মন্তব্য করুন